যুক্তরাজ্যের ওয়েলসের বাসিন্দা ক্যারি ডাউনি মলাশয়ের ক্যানসারের তৃতীয় স্টেজে ছিলেন। কিন্তু ডোস্টারলিমাব নামের একটি ওষুধের মাধ্যমে মাত্র ছয় মাসের মধ্যে তিনি ক্যানসার থেকে সেরে উঠেছেন। এই ঘটনাকে আশ্চর্যজনক বলে আখ্যায়িত করেছেন চিকিৎসকরা।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, ক্যারির মলাশয়ের ক্যানসার ছড়িয়ে পড়েছিল তার লিভারে। তিনি যখন এই ওষুধটি গ্রহণ শুরু করেন, তখন তার লিভারে ক্যান্সারের আকার ছিল ১০ সেন্টিমিটার। কিন্তু ওষুধের মাধ্যমে ক্যান্সারটি ছোট হতে শুরু করে এবং ছয় মাসের মধ্যে সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে যায়।
ক্যারির চিকিৎসকদের মতে, ডোস্টারলিমাব একটি ইমিউনোথেরাপি ওষুধ। এটি শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে ক্যান্সার কোষের বিরুদ্ধে যুদ্ধ করতে সাহায্য করে। এই ওষুধটি মলাশয়ের ক্যানসারের তৃতীয় এবং চতুর্থ স্টেজে আক্রান্ত রোগীদের জন্য অনুমোদিত।
ক্যারির এই ঘটনা ক্যান্সার চিকিৎসায় নতুন সম্ভাবনা তৈরি করেছে বলে মনে করছেন চিকিৎসকরা। তারা আশা করছেন, এই ওষুধটি মলাশয়ের ক্যানসারের চিকিৎসায় আরও বেশি কার্যকর হবে।
৪২ বছর বয়সী সরকারি চাকুরিজীবী ক্যারির এক বছর আগে ক্যানসার ধরা পড়ে। এরপর তাঁকে ছয় মাস ডোস্টারলিমাব ওষুধটি দিয়ে চিকিৎসা করা হয়।
এ নিয়ে যুক্তরাজ্যের সোয়ানসি বে ইউনিভার্স্টি হেলথ বোর্ড এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, পরীক্ষা-নিরীক্ষার পর ক্যারির শরীরে আর ক্যানসার শনাক্ত হয়নি।
জানা গেছে, ডোস্টারলিমাব নামের ওষুধটির ক্লিনিক্যাল ট্রায়াল এখনও চলছে। এটি এরইমধ্যে উল্লেখযোগ্য ফলাফল দেখিয়েছে। এটি ব্যবহার করলে রোগীদের অস্ত্রোপচার, রেডিওথেরাপি অথবা কেমোথেরাপির প্রয়োজন হয় না।
সংশ্লিষ্টরা জানান, ওষুধটি একটি ইমিউনোথেরাপির। এর মাধ্যমে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ক্যানসারকে ধ্বংস করতে পারে।
এদিকে ক্যানসার থেকে সেরে ওঠার পর আবারও কাজে ফেরার প্রস্তুতি নিচ্ছেন সিঙ্গেল মাদার ক্যারি। তিনি বিবিসিকে বলেন, আমি আমার চিকিৎসকের কাছে কৃতজ্ঞ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post