ওমানে মহামারী করোনায় গত ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। সোমবার মন্ত্রণালয়ের দেওয়া তথ্যে জানাগেছে এখন পর্যন্ত ওমানে সর্বমোট মৃত্যু হয়েছে ৩৯৩ জনের। যাদের মধ্যে গতকালের হিসেব অনুযায়ী ২৩৪ জন ওমানি নাগরিক এবং ১৫০ জন প্রবাসী। ৬০ থেকে ৭৯ বছর বয়সী রোগীদের মৃত্যুর সংখ্যা বেশী ওমানে।
আরো পড়ুনঃ বাংলাদেশ সহ আন্তর্জাতিক রুটে ফ্লাইট চালু করছে ওমান এয়ার
মন্ত্রণালয়ের গতকালের দেওয়া সূত্রে দেখা গেছে ওমানে ২০ বছরের কম বয়সী ৪ জন রোগীর মৃত্যু হয়েছে। ২১ থেকে ২৯ বছর বয়সী ৫ জন। ৩০ বছর বয়সী ১৬ জন। ৩১ থেকে ৩৯ বছর বয়সী ২৪ জন। ৪০ বছর বয়সী ২১ জন। ৪১ থেকে ৪৯ বছর বয়সী ৪২ জন। ৫০ বছর বয়সী ২৩ জন। ৫১ থেকে ৫৯ বছর বয়সী ৪১ জন। ৬০ বছর বয়সী ৬৭ জন। ৬১ থেকে ৬৯ বছর বয়সী ৩১ জন। ৭০ বছর বয়সী ৬৭ জন। ৭৯ বছর বয়সী ৬ জন। ৮০ বছর বয়সী ৩৬ জন এবং ৮০ বছরে উপরে ১ জনের মৃত্যু হয়েছে।
আরও দেখুনঃ ৫জন ওমান প্রবাসী বাংলাদেশী কিডন্যাপের শিকার
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post