ওমানে মহামারী করোনা দিনদিন বৃদ্ধির কারণে অবশেষে পুনরায় গোটা ওমান লকডাউন ঘোষণা দিলো দেশটির সুপ্রিম কমিটি। মঙ্গলবার দেশটির সুপ্রিম কমিটির বৈঠক থেকে বলা হয়েছে যে, “সংক্রামিত মানুষের সংখ্যা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে এবং এর বিস্তারকে সীমাবদ্ধ করতে কোভিড-১৯ সম্পর্কিত সুপ্রিম কমিটি আগামী ২৫ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত ওমানের সমস্ত গভর্নরকে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।”
আরও পড়ুনঃ পুনরায় ওমান যেতে অনলাইনে নিবন্ধন শুরু
বিবৃতিতে আরও বলা হয়, “দিনের বেলা কঠোর টহল ব্যবস্থা থাকবে এবং সন্ধ্যা ৭টা থেকে সকাল ৬টা পর্যন্ত সকল ধরনের দোকানপাট বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। সেইসাথে এই সময়ের মধ্যে সকল ধরনের চলাচল বন্ধ থাকবে।” আসন্ন পবিত্র ঈদ উপলক্ষে সকল প্রকার জনসমাগম, ঈদের নামাজ, শপিং, শুভেচ্ছা বিনিময় সহ সম্মিলিত হয়ে একসাথে ঈদ উদযাপনের ব্যাপারে কঠোর হুশিয়ারি করা হয়েছে। সুত্রঃ ওমান ডেইলি
আরও দেখুনঃ দেশে এসে আটকেপড়া প্রবাসীরা পুনরায় যেভাবে ওমান যাবেন
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post