দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে আল-আমিন নামের এক বাংলাদেশি কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে ক্লার্কসডর্প শহরের সেবকেঙ্গ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আল-আমিনের বাড়ি সিলেটের বিশ্বনাথ পৌর এলাকার দক্ষিণ মিরেরচর গ্রামে। তার বাবার নাম মোবারক আলী।
আল-আমিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তার মামা কামাল মুন্না জানান, প্রায় চার মাস আগে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমিয়েছিল আল-আমিন। সেখানে বড় ভাইয়ের সঙ্গে থাকত। ১০ সেপ্টেম্বর নর্থওয়েস্ট প্রদেশের ক্রিস্টিয়ানা শহরের একটি দোকানে কাজ শুরু করে। সেদিনই ওই দোকানে ডাকাতেরা ঢুকে পড়ে। এ সময় কাউন্টারের দিকে এগিয়ে গেলে ডাকাতেরা তাকে গুলি করে। পরে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ক্লার্কসডর্প শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে সে মারা যায়। তার মরদেহ দেশে আনতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এদিকে আল-আমিনের মৃত্যুতে তার পরিবারে চলছে শোকের মাতম। দুই ভাই ও পাঁচ বোনের মধ্যে সে ছিল সবার ছোট।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post