বিমানে জানলার কাঁচে ফাটল! বিমান উড়তে না উড়তেই ফের ফিরল বিমানবন্দরে অবতরণ। কলকাতা থেকে মুম্বইগামী বিমানে এমন ঘটনা ঘটে। কোনওরকম ঝুঁকি না নিয়ে কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ করেন পাইলট।
বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, স্পাইসজেটের বিমান এস জি ৫১৫ বুধবার সকাল ৬টা ১৭ মিনিট নাগাদ কলকাতা থেকে ১৭৬ জন যাত্রী এবং ৬ জন কেবিন ক্রু নিয়ে মুম্বইয়ের উদ্দেশে যাত্রা করে। সকালে ওড়ার কিছুক্ষণ পরই ফের অবতরণ করে বিমানটি। কলকাতার আকাশেই বিমানের জানলার কাচে ফাটল দেখতে পান কেবিন ক্রুর সদস্যরা। কোনওরকম ঝুঁকি না নিয়ে তৎক্ষণাৎ পাইলট দমদম বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেন। জরুরি অবতরণের অনুমতি চান তিনি।
এয়ার ট্রাফিক কন্ট্রোলের অনুমতি মেলায় দমদম বিমানবন্দরে বিমানটিকে নিরাপদে অবতরণ করানো হয়। বিমান সংস্থার তরফে জানানো হয়েছে, সমস্ত যাত্রীরাই সুরক্ষিত রয়েছেন। বিমানটিতে মেরামতির কাজের জন্য সরিয়ে নিয়ে যাওয়া হয়। পরে বিমান সংস্থার তরফে ওই যাত্রীদের জন্য বিকল্প ব্যবস্থা করা হয়। এদিকে ঘটনায় বিমান সংস্থার বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন যাত্রীদের একাংশ। উড়ানের আগে বিমানকে পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা হয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন ওঠে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post