রাহাফ আল-হারবির স্বপ্নটা এবার বোধ হয় সত্যি হতে যাচ্ছে। মহাদেশীয় সুন্দরী প্রতিযোগিতার মঞ্চে উঠেছেন আগেই। এবার চোখ বৈশ্বিক মঞ্চ। সব ঠিকঠাক থাকলে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নেবেন তিনি। সে অনুযায়ী প্রস্তুতিও নিচ্ছেন তিনি। রিয়াদভিত্তিক সংবাদমাধ্যম আরব নিউজের প্রতিবেদনে বলা হয়, গত বছর নাপোলিতে অনুষ্ঠিত মিস ইউরোপ প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন রাহাফ। এর মধ্য দিয়ে সারা বিশ্বেই তিনি বেশ পরিচিত পান। এরই মধ্যে ফ্যাশন ইন্ডাস্ট্রিতেও পোক্ত একটা জায়গা নিয়েছেন তিনি।
সম্প্রতি আরব নিউজের বিশেষ পডকাস্ট দ্য মেম্যান শো-এ অংশ নেন রাহাফ। সেখানে তিনি বলেন, প্রতিযোগিতায় অংশ নেওয়াটা কঠিন ছিল। মহাদেশীয় এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার পূর্বশর্ত ছিল এ ধরনের স্থানীয় বা আঞ্চলিক প্রতিযোগিতায় অংশগ্রহণের অভিজ্ঞতা। সে সময় সৌদি আরবে এ ধরনের কোনো কিছুতে অংশ নেওয়ার ছিল না। এখন পরিস্থিতি বদলেছে উল্লেখ করে রাহাফ বলেন, সৌদি আরবের ভালো সম্বাবনা রয়েছে। এখানে এখনো সেভাবে র্যাম্প নেই। তারপরও সম্ভাবনা তৈরি হয়েছে জানিয়ে তিনি বলেন, আগামী মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিতে চান তিনি।
আরব নিউজ জানায়, মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নেওয়ার প্রস্তুতি হিসেবে রাহাফ আল-হারবি সম্ভাব্য সব ফটোশুট ও এ সম্পর্কিত বিভিন্ন ইভেন্টে অংশ নিচ্ছেন। সর্বশেষ সৌদি রেসিং কাপের সময় তিনি সৌদি ডিজাইনার পাভোন-এর সাথে কাজ করেছেন। সে সময় তাঁর একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়, যেখানে তিনি প্রাকৃতিক সিল্কে তৈরি একটি পোশাক পরেছিলেন। পোশাকটির নকশা ছিল আল-আহসা অনুপ্রাণিত, যা লাখো খেজুর গাছের শহর নামে পরিচিত।
সে সময়ের অভিজ্ঞতা সম্পর্কে রাহাফ বলেন, সেটা ছিল মেট গালায় অংশ নেওয়ার অনুভূতির মতো। অবশ্যই তা আমাদের মতো করে। বর্তমানে রাহাফ সৌদি ফ্যাশন কমিশনের সাথে কাজ করছেন। আসন্ন রিয়াদ ফ্যাশন উইকেও তিনি অংশ নেবেন। তবে রাহাফের ফ্যাশন ইন্ডাস্ট্রিতে আসাটা কিন্তু হুট করেই বলা যায়। পরিবারের অন্যদের মতো তিনিও চিকিৎসা শাস্ত্রে পড়াশোনা করেছেন। ডাক্তারি ডিগ্রি অর্জনের পর রাস্তা ঘুরে গেল ফ্যাশন ইন্ডাস্ট্রির দিকে। বর্তমানে তিনি অভিনয়কে পেশা হিসেবে বেছে নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। অবশ্য সৌদি জনপ্রিয় সিরিজ ‘আয়েল নৌফ’-এ অভিনয় করে প্রশংসাও কুড়িয়েছেন। কিন্তু বিশ্বমঞ্চের দিকে চোখ রাখা রাহাফ নিজেকে তৈরি নিতে চান বিশ্বমানে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post