ইয়েমেন সীমান্তে শত শত অভিবাসীকে হত্যার সঙ্গে জড়িত সৌদি সেনাদের ব্যাপারে নতুন তথ্য প্রকাশ্যে এসেছে। দ্যা গার্ডিয়ানের খবর বলছে, ওই সেনাদের আমেরিকা এবং জার্মানির সামরিক বিশেষজ্ঞরা প্রশিক্ষণ দিয়েছে। প্রতিবেদন অনুযায়ী, জার্মান ফেডারেল পুলিশ সার্ভিস এবং মার্কিন সামরিক বাহিনী সৌদি সীমান্ত বাহিনীকে প্রশিক্ষণ দেয়ার কাজে জড়িত ছিল।
সৌদি সীমান্ত বাহিনী বেসামরিক লক্ষ্যবস্তুর ওপর হামলা চালানোর কারণে শত শত ইথিওপীয় শরণার্থী নিহত হয়। হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, ইথিওপিয় শরণার্থীর ওপর হত্যাযজ্ঞ চালিয়ে সৌদি বাহিনী চরম মানবতাবিরোধী অপরাধ করেছে। গার্ডিয়ানের রিপোর্টে বলা হয়েছে, ইয়েমেন থেকে ইথিওপীয় শরণার্থীরা সৌদি আরবে প্রবেশ করতে গেলে তাদের ওপর সৌদি সীমান্ত বাহিনী হত্যাযজ্ঞ চালায়।
এসময় ইথিওপিয়ার শরণার্থীরা সীমাহীন বর্বরতার শিকার হয়েছেন। এরমধ্যে অসংখ্য নারী ও শিশু রয়েছে। ব্রিটিশ দৈনিকটি জানিয়েছে, ইয়েমেন সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের সময় এদের ওপর হামলা চালানোর বিষয়টিকে সৌদি কর্তৃপক্ষ সন্ত্রাসবাদ বিরোধী লড়াই হিসেবে গণ্য করেছে। এ কারণে সৌদি সীমান্ত রক্ষীরা এসব সাধারণ মানুষের ওপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেছে এবং তাদের অবস্থান লক্ষ্য করে কামান ও মর্টারের গোলাও নিক্ষেপ করেছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post