ভারতের মহারাষ্ট্র রাজ্যের পুনে থেকে ১৯ বাংলাদেশিকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। গ্রেফতারের পর তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুনে পুলিশ। এক প্রতিবেদনে ইন্ডিয়া টুডে জানিয়েছে, বৃহস্পতিবার (৩১ আগস্ট) রাতে পুনের বুধওয়ার পেইঠ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, খবর পেয়ে বৃহস্পতিবার রাতে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিদের সন্ধানে বুধওয়ার পেইঠ এলাকায় একটি ভবনে অভিযান চালায় পুলিশের অপরাধ শাখার সামাজিক নিরাপত্তা বিভাগের একটি দল।
আটকদের মধ্যে ১০ জন নারী এবং ৯ জন পুরুষ রয়েছে। আটকদের কারো কাছেই ভারতে থাকার বৈধ কাগজপত্র ছিল না। তারা ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে অবৈধভাবে দেশটিতে প্রবেশ করেছিল। পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিরা তিন মাস ধরে ওই এলাকায় বসবাস করছিল। আটকদের বিরুদ্ধে ফরটিন ফরেনার্স অ্যাক্ট, পাসপোর্ট অ্যাক্টসহ একাধিক মামলা হয়েছে। শুক্রবার (১ সেপ্টম্বর) তাদের স্থানীয় আদালতে তোলা হয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post