৩০ আগস্ট রাজধানী কুয়ালালামপুরের পেট্রনাস টুইন টাওয়ারের টিজিভি সিনেমা হলে প্রিমিয়ার শো’র মধ্য দিয়ে মালয়েশিয়ায় শুরু হলো ‘প্রিয়তমা’। এরপর বৃহস্পতিবার (৩১ আগস্ট) মালয়েশিয়ার স্বাধীনতা দিবস থেকে দেশটির টিজিভি কেএলসিসি, টিজিভি চেরাস সেন্ট্রাল, টিএসআর সিনেমাক্স শাহআলম, এ-ই সিনেমাক্স সেরেম্বান, এমএমসি প্রানগিন মল পেনাং, এমএমসি সিটি স্কয়ার জোহর প্রেক্ষাগৃহে প্রবাসীরা ‘প্রিয়তমা’ সিনেমাটি দেখতে পাবেন বলে নিশ্চিত করেছেন মালয়েশিয়ার হ্যাপি ট্রিপ ট্র্যাভেল অ্যান্ড ট্যুরস’র পরিচালক এস এম মোয়াজ্জেম হোসেন নিপু।
সিনেমাটির মুক্তির খবরে মালয়েশিয়া প্রবাসীদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে। কুয়ালালামপুর ও তার আশপাশের এলাকা থেকে প্রবাসী বাংলাদেশিরা জড়ো হয়ে পেট্রনাস টুইন টাওয়ারে টিজিভি সিনেমা হলে ‘প্রিয়তমা’ দেখতে দর্শকের ভিড় লক্ষ্য করা গেছে। গত ২৫ আগস্ট মালয়েশিয়া সেন্সর থেকে চলচ্চিত্রটি ছাড়পত্র পায়। মুক্তির প্রথম দিন আজ ৩১ আগস্ট হলগুলোতে দেখা গেল শাকিবভক্তদের উপচে পড়া ভিড়। দর্শকের চাপে কয়েকটি শো বাড়ানো হয়েছে বলে জানা যায়।
বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ ব্যবসা সফল সিনেমার তালিকায় এরইমধ্যে নাম লিখিয়েছে ‘প্রিয়তমা’। প্রয়াত ফারুক হোসেনের গল্পে সিনেমাটি নির্মাণ করেছে ভার্সেটাইল মিডিয়া। শাকিব খান ও কলকাতার মেয়ে ইধিকা পালকে নিয়ে সিনেমাটি পরিচালনা করেছেন হিমেল আশরাফ। প্রিয় নায়ক শাকিব খানের সিনেমা নিয়ে প্রবাসীদের বেশ আগ্রহ দেখা গেছে, সেইসঙ্গে নিয়মিত বাংলাদেশি সিনেমা মালয়েশিয়ায় মুক্তির অনুরোধ করেছেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post