এমিরেটস যাত্রীরা বর্তমানে পৃথিবী থেকে ৪০০ কিলোমিটার উপরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে অবস্থানকারী আমিরাতি নভোচারী ড. সুলতান আল নিয়াদির একটি একান্ত সাক্ষাৎকার দেখার সুযোগ পাবেন। সাক্ষাৎকারে এই নভোচারী মহাকাশে তার অভিজ্ঞতা বর্ণনা করবেন। ১ সেপ্টেম্বর থেকে এমিরেটসের ইনফ্লাইট বিনোদন প্রোগ্রাম ‘রপব’ এর এমিরেটস ওয়ার্ল্ড চ্যানেলে এই সাক্ষাৎকারটি সম্প্রচার করা হবে। বুধবার (৩০ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এমিরেটস।
ওই দিনেই আমিরাতি এই নভোচারী আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ছয় মাসব্যাপী বিজ্ঞান মিশন শেষ করে পৃথিবীর উদ্দেশে যাত্রা করবেন। মহাকাশ থেকে পৃথিবী পৃষ্ঠে পৌছাঁতে ড. সুলতান আল নিয়াদির সময় লাগবে প্রায় ১৬ ঘণ্টা। একটি স্পেস টু গ্রাউন্ড কমিউনিকেশন লিঙ্কের মাধ্যমে ভায়া নাসা এই ইন্টারভিউটি পরিচালনা করেছে মোহাম্মদ বিন রশিদ স্পেস মিশন কন্ট্রোল সেন্টার। সাক্ষাৎকারটি গ্রহণ করেছেন এমিরটেসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট-আইএফই অ্যান্ড কানেক্টিভিটি প্যাট্রিক ব্রানেলি। এ সময় ড. আল নিয়াদি মহাকাশ স্টেশনে তার খাবার-দাবার, বিনোদন এবং কীভাবে তিনি পরিবারের সঙ্গে সংযুক্ত থাকেন, সে সম্পর্কে বিশদ বর্ণনা দেন। ইন্টারভিউকালে নভোচারীকে মাইক্রোগ্রাভিটি অবস্থায় কফি পান, পরীক্ষা- নিরীক্ষা এবং প্রাত্যহিক অন্যান্য কাজ-কর্ম করতে দেখা যায়।
পৃথিবী পৃষ্ঠ থেকে ৪০০ কিলোমিটার উপরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনটি ঘণ্টায় ২৮ হাজার কিলোমিটার গতিতে পরিভ্রমণ করছে। এমিরেটসের ইন-ফ্লাইট বিনোদন প্রোগ্রামে ৬ হাজার ৫০০ এর অধিক চ্যানেলে যাত্রীরা ৮০টি অ্যাকাডেমিক পুরস্কারপ্রাপ্ত-সহ ২ হাজারের বেশি মুভি, ৬৫০টি টিভি শো, ৪ হাজার ঘণ্টা মিউজিক, পডকাস্ট, অডিও বুক ইত্যাদি উপভোগ করতে পারেন। এমিরেটস প্রোগ্রামে ৪০টি ভাষার বিভিন্ন কন্টেন্ট রয়েছে। এমিরেটস বর্তমানে ঢাকা থেকে সপ্তাহে ২১টি ফ্লাইট পরিচালনা করছে এবং ভায়া দুবাই বিশ্বের প্রায় ১৪০টি নগরীতে বাংলাদেশের সঙ্গে আকাশ পথে যুক্ত করছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post