বিমানে শিশুমুক্ত প্রাপ্তবয়স্ক এলাকা (জোন্য) চালু করার ঘোষণা দিয়েছে কোরেনডন এয়ারলাইন্স। বিশেষ কয়েকটি রুটে এই সেবা চালু করতে যাচ্ছে বিমান সংস্থাটি। ১৬ বছরের বেশি বয়সী যাত্রীদের জন্য এই সেবা চালু করতে যাচ্ছে কোরেনডন। এই প্রকল্পের আওতায় কিছু আসন এমন যাত্রীদের জন্য বরাদ্দ রাখা হবে যারা শিশুমুক্ত নীরব ভ্রমণে আগ্রহী।
চলতি বছরের নভেম্বর থেকে চালু হতে পারে এই প্রাপ্তবয়স্ক জোন। নেদারল্যান্ডসের আমস্টারডম ও কুরাকাও রুটে চলা বিমানে প্রথম এই জোন চালু করা হবে।
বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, যে ভ্রমণকারীরা শিশুবিহীন ভ্রমণ করতে চান কিংবা ব্যবসায়িক ভ্রমণকারীদের যারা শান্ত পরিবেশ চান তাদের কথা মাথায় রেখেই এই উদ্যোগ নেওয়া হয়েঠছে।
বিমান সংস্থাটি আরো দাবি করেছে, এই জোন ইতিবাচক প্রভাব ফেলবে। যে বাবা-মা সন্তানদের সম্পর্কে পাশের যাত্রীর প্রতিক্রিয়া কী হবে সে বিষয়ে উদ্বেগে থাকেন তাদের জন্য এটা ভালো হবে। এই জোন একটি দেয়াল বা পর্দা দিয়ে আলাদা করা থাকবে। যা আরো বেশি শান্ত ও আরামদায়ক পরিবেশ তৈরি করবে।
সূত্র: এনডিটিভি
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post