দীর্ঘ দূরত্ব পাড়ি দিতে উড়োজাহাজ বা বিমানের বিকল্প নেই। আর শুধু সময় বাঁচাতে নয় বরং যাত্রীদের আরাম এবং নিরাপত্তার ব্যবস্থা করে বিশ্বের স্বনামধন্য সব এয়ারলাইস। যাত্রীদের আধুনিক যত সেবা রয়েছে তার সবই নিশ্চিত করে থাকে বিমান কোম্পানিগুলো। তবে মাঝে মাঝে যাত্রীসেবা বিলাসিতা হয়ে দাঁড়ায়। বিশ্বের বৃহত্তম যাত্রীবাহী বিমান এয়ারবাস। প্রতিষ্ঠানটির এ৩৮০ মডেলটি সবচেয়ে বৃহৎ আকারের।
এই বিমানের অভ্যন্তরে ক্রিম রঙের সঙ্গে ব্রোঞ্জ রঙের খেলা দেখা যায়। সংযুক্ত আরব আমিরাতের জাতীয় গাছের ছবিও প্রতীক হিসাবে ব্যবহার করা হয়েছে এই বিমানের অন্দরসজ্জায়। এই বিমানে বিজনেস শ্রেণি থেকে শুরু করে ইকোনমি শ্রেণির আসনগুলো খুব আরামদায়ক এবং অনেকটা জায়গা জুড়ে এই আসনগুলো বানানো হয়েছে।
বিজনেস শ্রেণিতে যে আসনগুলো রয়েছে, তার সঙ্গে লাগানো রয়েছে ২০ ইঞ্চির এইচডি টেলিভশন। ইকোনমি ক্লাসে রয়েছে ১৩.৩ ইঞ্চির টেলিভিশন। প্রতিটি টেলিভিশনেই পাওয়া যাবে পাঁচ হাজারেরও বেশি চ্যানেল। যাত্রীরা ব্লুটুথ এবং ওয়াইফাই-এর সুবিধাও নিতে পারেন। এই বিমানের আলোকসজ্জাও দেখার মতো। প্রথম শ্রেণিতে আবার নানা রকমের আলোকসজ্জার সঙ্গে সুগন্ধি ছড়ানোরও ব্যবস্থা রয়েছে।
প্রথম শ্রেণিতে আলাদাভাবে রয়েছে বিলাসবহুল শাওয়ার স্পা। বিমান চলাকালীনই যাত্রীরা এখানে স্পা করতে পারেন। স্পা করানোর সময় শুধু মাত্র অর্গানিক সামগ্রীই ব্যবহার করা হয়। এই বিমানের ওজন আনুমানিক ৫১০ থেকে ৫৭৫ টন।
তুলনা করে দেখা যায়, এই বিমানের উচ্চতা ২৪.১ মিটার যা পাঁচটি জিরাফের সমান উচ্চতা। এই বিমানটির দৈর্ঘ্য ৭২. ৭ মিটার। রয়টার্স বিল্ডিংয়ের সামনে এই বিমানটি দাঁড়ালে প্রায় অর্ধেকটা ঢেকে যায়। এয়ারবাস এই বিমানটি চারটি লং রেঞ্জ-এর শ্রেণি নিয়ে তৈরি। এতে আসন সংখ্যা ৪৮৪টি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post