রাজধানীর শ্যামবাজারে বুড়িগঙ্গা নদীতে দুটি লঞ্চের সংঘর্ষে অর্ধশতাধিক যাত্রী নিয়ে একটি লঞ্চ ডুবে গেছে। সোমবার (২৯ জুন) সকাল নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এপর্যন্ত ২৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের উদ্ধারে কাজ করছে কোস্ট গার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল। রয়েছে নৌবাহিনীসহ বিভিন্ন সংস্থা। এছাড়া, নারায়ণগঞ্জ থেকে রওনা হয়েছে, বিআইডব্লিউটিএ’র উদ্ধারকারী জাহাজ-প্রত্যয়।
স্থানীয়রা জানান, মুন্সিগঞ্জ থেকে ছেড়ে আসা দুইতলা মর্নিং বার্ড লঞ্চটি, ঘাটে ভেড়ার আগ মুহূর্তে, চাঁদপুরগামী ময়ূর-২ লঞ্চের সাথে ধাক্কা খায়। এতে মর্নিং বার্ড লঞ্চটি ডুবে যায়। এ সময় অনেক যাত্রী সাঁতরে পাড়ে উঠতে পারলেও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post