ভারী বর্ষণের ফলে ওমানে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবার দুপুরের টানা বর্ষণে নেজুয়া অঞ্চলে বেশ কিছু যানবাহন পাতার মত ভেসে গেছে। দেশটিতে মুষলধারে বৃষ্টিপাতের ফলে ঘরবাড়ি প্লাবিত হওয়ায় জরুরি উদ্ধার কর্মীরা বহু মানুষকে উদ্ধার করেছে। সোমবার রাতে, ভারী বৃষ্টিতে আটকা পড়ায় ২০ জনকে হেলিকপ্টারের সাহায্যে উদ্ধার করে পুলিশ।
কর্মকর্তারা বলেছেন, ভারী থেকে মাঝারি বৃষ্টির কারণে উত্তর ও দক্ষিণ আল শারকিয়াহ, আল উস্তা, আল দাখিলিয়া, আল দাহিরা এবং দক্ষিণ আল বাতিনাহ প্রদেশে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। যার ফলে বেশ কয়েকটি ওয়াদিতে বন্যা দেখা দিয়েছে। পানির তীব্র স্রোতের কারণে নেজুয়া, মুদাইবি এবং সিনাও অঞ্চলে যানবাহন চলাচল ব্যাহত হয়েছে।
নিজওয়াতে, সুলতান কাবুস একাডেমি ফর পুলিশ সায়েন্সের সামনে পার্ক করা অনেক গাড়ি ভেসে গেছে। ২২ এপ্রিল থেকে শুরু হওয়া এই বৃষ্টিপাতে এখন পর্যন্ত ওয়াদি বানি খালিদে সর্বোচ্চ ৭৪ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের রেকর্ড করেছে দেশটির কৃষি ও পানিসম্পদ মন্ত্রণালয়। এই ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানিয়েছে ওমানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএ)।
প্রতিকূল আবহাওয়ার সময় ওয়াদি অর্থাৎ পাহাড়ি নিম্নাঞ্চল পারাপার না হতে এবং নিচু স্থানে যাওয়া থেকেও বিরত থাকতে বলা হয়েছে। সেইসাথে শিশুদের প্রতি বিশেষ নজর রাখতে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছে সিভিল এভিয়েশন অথরিটি।
এদিকে, ওমানে সাম্প্রতিক এমন বৃষ্টিপাত নিয়ে চিন্তিত ইসলামি চিন্তাবিদরা। পৃথিবীর বয়স যত বাড়ছে, কেয়ামত ততই নিকটবর্তী হচ্ছে। রাসুলুল্লাহ (সা.) হাদিসে কেয়ামতের আলামতের মধ্যে উল্লেখযোগ্য একটি হলো অতিবৃষ্টি, অনাবৃষ্টি, তীব্র ঠান্ডা ও দাবদাহসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ব্যাপক হারে বেড়ে যাবে। এতে করে মাঠঘাট যেমন ফসলহীন হয়ে পড়বে; প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসলের উৎপাদন ক্ষতিগ্রস্ত হবে। আবার মরু অঞ্চলে ঝড়-বৃষ্টির কারণে ঘটবে এর উল্টোটা। বন্যার কবলে পড়ে বিপর্যস্ত হবে আরব অঞ্চল। পানির ছোঁয়ায় শুষ্ক মরুভূমি হয়ে যাবে সবুজ অরণ্যে।
সম্প্রতি এই আরব দ্বীপগুলোতেই হচ্ছে ঝড়বৃষ্টি, তীব্র বন্যা, ঘূর্ণিঝড়, তুষারপাত। পানির ছোঁয়ায় শুষ্ক মরুভূমি ধীরে ধীরে রূপ নিচ্ছে সবুজ অরণ্যে। অপর দিকে বাংলাদেশের মত ছয় ঋতুর দেশে এখন মরু ভূমির চেয়েও বেশি গরম লক্ষ করা যাচ্ছে। চলতি মাসে বাংলাদেশে উত্তপ্ত গরমে রাস্তার পিচ ঢালাই পর্যন্ত গলে গেছে।বর্তমান সময়ে ওমানে প্রচন্ড বৃষ্টিপাতের খবর পাওয়া যাচ্ছে। মরুময় এই দেশে এখন বন্যার খবরও পাওয়া যায়। গত বছর মরুভূমিতে বন্যা অনেক মানুষের মৃত্যুও হয়। আমাদের অনেক বাংলাদেশি প্রবাসীও মারা যান সেই বন্যায়। এদিকে, আবহাওয়ার এমন পরিবর্তন নিয়ে কিয়ামত খুব সন্নিকটে বলে মনে করছেন ইসলামি চিন্তাবিদরা।
আরও দেখুনঃ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post