বিশ্বের সবচেয়ে বড় ভাসমান লাইব্রেরী এমভি লোগোস হোপ আগামী ৫ জুলাই থেকে ৩ আগস্টের মধ্যে ওমানের দুটি প্রধান বন্দরে অবস্থান করতে পারে। লোগোস হোপের ওয়েবসাইটে বলা হয়েছে, ভাসমান লাইব্রেরিটি ৫ জুলাই থেকে ২৪ জুলাইয়ের মধ্যে মাস্কাটের পোর্ট সুলতান কাবুসে এবং ২৭ জুলাই থেকে ৩ আগস্টের মধ্যে সালালাহ বন্দরে নোঙ্গর করা হবে। রবিবার (৯ এপ্রিল) ওমান অবজারভারের এক প্রতিবেদনে একথা বলা হয়।
এমভি লোগোস হোপ এর আগে ২০১৩ এবং ২০১১ সালে ওমানে এসেছিল এবং প্রচুর সংখ্যক বই এবং জাহাজপ্রেমীর কাছ থেকে সাড়া পেয়েছিল। সংস্থাটি সংযুক্ত আরব আমিরাতের দুটি বন্দর দুবাইতে ৭-২৩ এপ্রিল এবং আবুধাবিতে ১০ মে থেকে ৫ জুন থাকবে। প্রকাশিত সময়সূচী অনুযায়ী এটি রাস আল খাইমা থেকে ১০ এপ্রিল জিসিসি দেশগুলো সফর শুরু করার সম্ভাবনা রয়েছে।
বিশ্বের বৃহত্তম ভাসমান বুকফেয়ার হিসাবে স্বীকৃত লোগোস হোপ সাধারণত দুই সপ্তাহের মত প্রতিটি বন্দরে অবস্থান করে এবং প্রতিদিন হাজার হাজার দর্শনার্থীর জন্য গ্যাংওয়েগুলো উন্মুক্ত করে দেয়।
জিসিসি সফরের আগে জাহাজটি মিশরের পোর্ট সাইদ, জর্ডানের আকাবা, সৌদি আরবের জেদ্দা, জিজান এবং ইরাকের বসরায় অবস্থান করে। এখন পর্যন্ত জাহাজটি ৯ লাখেরও বেশি দর্শনার্থী পেয়েছে এবং ১ লাখেরও বেশি বই বিক্রি করেছে। পাশাপাশি ৭০ টি দেশের ১৪০টি বন্দরে অবস্থান করেছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post