ওমান সরকারের আমন্ত্রণে প্রথমবারের মত মাস্কাট যাচ্ছেন আন্তর্জাতিক ধর্ম প্রচারক ড. জাকির নায়েক। দেশটির ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে তাকে ওমান নেওয়া হচ্ছে বলে জানাগেছে সূত্রে। আসন্ন রমজান মাস উপলক্ষে ওমানে ইসলাম ধর্ম প্রচারে মন্ত্রণালয়ের এমন ভিন্ন ধর্মী আয়োজন বলে জানাগেছে। সুত্রে জানাগেছে, বিশ্ব বিখ্যাত এই ইসলাম ধর্ম প্রচারক দুইদিন ওমানে অবস্থান করবেন।
মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ২৩ মার্চ ওমান কনভেনশন অ্যান্ড এক্সিবিশন সেন্টারে মদিনাত আল ইরফান থিয়েটারে তার প্রথম বক্তৃতা অনুষ্ঠিত হবে। দ্বিতীয়টি আগামী ২৫ মার্চ সুলতান কাবুস বিশ্ববিদ্যালয়ের গ্রেট হলে অনুষ্ঠিত হবে । তবে বিস্তারিত সময়সূচী এখনো জানানো হয়নি।
এর আগে কাতার বিশ্বকাপ উপলক্ষে ড. জাকির নায়েককে আমন্ত্রণ জানিয়েছিলো কাতার সরকার। বিশ্বকাপ চলাকালে আগত অতিথিদের সামনে ইসলামের শিক্ষা ও পরিচিতি তুলে ধরা হয় তার মাধ্যমে। এ উপলক্ষে একটি বিশেষ প্যাভিলিয়নও চালু করে কাতারের আওকাফ ও ধর্মবিষয়ক মন্ত্রণালয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post