করোনা মহামারীর সময় বিদেশ থেকে দেশে ফেরাদের কোনো ডাটাবেজ না থাকায় এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহজ শর্তের ও কম সুদের তহবিল থেকে অর্থায়নে সমস্যা হচ্ছে। এখন এনজিওদের সহায়তায় এ ধরনের শ্রমিকদের একটি তথ্যভান্ডার করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল সোমবার অর্থায়নকারী সংস্থা এডিবি, প্রবাসীদের নিয়ে কাজ করা আটটি বেসরকারি সংস্থা (এনজিও), ঋণ বিতরণ চুক্তিতে অংশগ্রহণকারী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে এ বিষয়ে বৈঠক হয়।
বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে জানানো হয়, করোনার ফলে অর্থনৈতিক যে প্রতিকূল অবস্থার সৃষ্টি হয়েছে, তার প্রভাব কাটিয়ে উঠতে কুটিরশিল্প এবং ক্ষুদ্র ও ছোট ব্যবসার অর্থ সংগ্রহে সরকারকে ১৫ কোটি ডলার ঋণ সুবিধা দিয়েছে এডিবি। এখান থেকে মাত্র সাড়ে ৫ শতাংশ সুদে ঋণ নেওয়ার সুযোগ রয়েছে। এর আওতায় বিদেশফেরত প্রবাসী, ১৮ থেকে ৪৫ বছর বয়সের মধ্যে বেকার যুবক ও নারী উদ্যোক্তা এবং ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকার বাইরের গ্রামীণ উদ্যোক্তাদের ঋণ দেওয়ার কথা। প্রকল্পটির বাস্তবায়নকারী সংস্থা হিসেবে কাজ করছে বাংলাদেশ ব্যাংক।
বৈঠকে জানানো হয়, এ প্রকল্পের আওতায় ২০২১-২২ অর্থবছরে ১০০ কোটি টাকা বরাদ্দের বিপরীতে ৯৯ কোটি ৯৯ লাখ ৬০ হাজার টাকা বিতরণ করা সম্ভব হয়েছে। চলতি অর্থবছরে ৪৬০ কোটি টাকা বরাদ্দের বিপরীতে ২৮৬ কোটি টাকা বিতরণ হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post