কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় ট্রাকের ধাক্কায় প্রাইভেটকারে থাকা তরুণী জাহানারা আক্তার (১৭) নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরো চারজন। নিহত তরুণী সৌদি আরবে পরিবারের সঙ্গে থাকতেন। সেখান থেকে দাদার বাড়ি ফেরার সময় এ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তার। নিহত ওই তরুণী নোয়াখালীর বেগমগঞ্জ এলাকার জালাল আহমেদের মেয়ে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার পদুয়ার বাজার ইউটার্ণ এলাকায় আজ সোমবার ভোর সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে। ময়নামতি হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
এসআই নজরুল জানান, দীর্ঘদিন স্ব-পরিবারে সৌদি আরবে ছিলেন নোয়াখালীর বেগমগঞ্জ এলাকার জালাল আহমেদ। মেয়েরা দাদার বাড়ি দেখবে বলে দীর্ঘদিন ধরে তাকে বলছিল। মেয়েদের দাদার বাড়ি দেখাতে গতকাল রবিবার রাতে বিমানে বাংলাদেশে আসেন তারা। রাতেই বাড়ি ফেরার জন্য প্রাইভেটকার যোগে রওনা দেন। সোমবার ভোর সাড়ে ৪টার দিকে পদুয়ায় বাজার ইউটার্ণে একটি ট্রাক তাদের গাড়িতে ধাক্কা দেয়। এতে জালাল আহমেদের মেয়ে জাহানারা আক্তার ঘটনাস্থলেই মারা যান।
এ ছাড়া জালাল আহমেদ, তার স্ত্রী বিলকিস বেগম, ছোট মেয়ে সুলতানা জাহান ও প্রাইভেটকার চালক মো. আলাউদ্দিন আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে কুমিল্লা সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এসআই আরো বলেন, মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রাইভেটকারটি উদ্ধার ও ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ঘটনার সঙ্গে সঙ্গেই ট্রাক চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post