ওমান সহ গোটা মধ্যপ্রাচ্যেই চলছে কাজের সংকট। এতে অদক্ষ শ্রমিকদের পাশাপাশি দক্ষ শ্রমিকরাও ভুগছেন এই কাজের সংকটে। ইদানীং ওমান থেকে প্রতিদিন শতাধিক প্রবাসী কাজের সন্ধানে প্রবাস টাইমের সাথে যোগাযোগ করেন। এদের মধ্যে এমন অনেক প্রবাসী আছেন, যারা দীর্ঘদিন যাবত ওমানে বসবাস করছেন এবং একাধিক কাজে দক্ষ।
এমতাবস্থায় ওমানে কাজের সংকট থাকায় প্রবাসীদের কল্যাণে সকল ধরনের চাকরির বিজ্ঞাপন বিনামূল্যে করার সিদ্ধান্ত নিয়েছে প্রবাস টাইম। যে সকল প্রতিষ্ঠানে কর্মীর প্রয়োজন, তারা আমাদের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে চাকরির বিজ্ঞাপন দিতে পারেন। সেক্ষেত্রে কোম্পানির নাম, কাজের ধরন, বেতন, কাজের সময় কত ঘন্টা, কাজের স্থান, মাসের কত তারিখ বেতন দেওয়া হবে, দুই বছরে একবার দেশে যাওয়ার খরচ বহন করা হবে কিনা এবং ভিসা নবায়ন খরচ কোম্পানি বহন করবে কিনা ইত্যাদি এইসব তথ্য স্ক্রিনে দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপে পাঠানোর জন্য বলা হইলো। +880 1797-577533
অপরদিকে যেসব প্রবাসীর কাজের প্রয়োজন, তাদেরকে দক্ষতা অনুযায়ী আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিংকে যেয়ে চাকরির আবেদন করতে বলা হইলো।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post