ওমানে ভারী বর্ষণের সতর্কতা জারী করেছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। বুধবার (২৫ জানুয়ারি) ওমান অবজারভারের এক প্রতিবেদনে বলা হয়, সোহার, সাহাম, শিনাস, লিওয়া এবং ইবরি প্রদেশে তীব্র বৃষ্টি হচ্ছে। সপ্তাহের শেষ পর্যন্ত এমন অবস্থা থাকবে। এমতাবস্থায় চালকদের সতর্কতার সাথে গাড়ি চালানোর আহ্বান জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী দুইদিন উত্তর প্রদেশ আরব সাগরের উপকূলগুলোতে বৃষ্টির তীব্রতা আরো বৃদ্ধি পাবে। এছাড়া সালতানাতের বিভিন্ন প্রদেশে নিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যার মধ্যে জাবাল আশ শামসে মাইনাস চার ডিগ্রি সেলসিয়াস এবং সাইকে ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গত কয়েকদিন যাবত জাবাল আশ সামসে বরফের বৃষ্টি হচ্ছে। ভারি তুষারপাতে আশেপাশের অঞ্চল ঢেকে গেছে বরফে।
রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে ওমানের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ওমান সাগর, আল হাজর পর্বতমালা এবং ধোফার উপকূলীয় এলাকায় বিচ্ছিন্ন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও বেশিরভাগ প্রদেশের তাপমাত্রা হ্রাস পেয়েছে। আল উস্তা, ধোফার এবং দক্ষিণ আশ শারকিয়াহ প্রদেশের কিছু অংশে গভীর রাত থেকে ভোর পর্যন্ত কুয়াশার সম্ভাবনা রয়েছে। মাস্কাটের সর্বোচ্চ তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। পাশাপাশি সোহার ও সুরের তাপমাত্রা একই পরিসরে থাকবে, অন্যদিকে উত্তরাঞ্চলের মতো সালালাহ প্রদেশের তাপমাত্রাও হ্রাস পাবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post