টাইটানিয়াম ডাই অক্সাইড (ই১৭১) যুক্ত খাদ্যপণ্য উৎপাদন, আমদানি বা বাজারজাতকরণ নিয়ে নতুন নির্দেশনা জারি করেছে ওমানের কৃষি, মৎস্য ও পানিসম্পদ মন্ত্রণালয়। সিদ্ধান্তের প্রথম অনুচ্ছেদে বলা হয়েছে, যেসব খাদ্যপণ্যের সঙ্গে টাইটানিয়াম ডাই অক্সাইড (ই১৭১) যোগ করা হবে, সেসব পণ্য উৎপাদন, আমদানি বা বিপণনের ওপর এক হাজার রিয়াল প্রশাসনিক জরিমানা আরোপ করা হবে। দ্বিতীয় অনুচ্ছেদে বলা হয়েছে যে এই সিদ্ধান্ত প্রকাশের তারিখের ছয় মাস পরে কার্যকর হবে।
খাদ্য নিরাপত্তা বিধিমালার কিছু বিধান সংশোধন করে মন্ত্রী পরিষদে এটি আইন হিসেবে পাশ করিয়েছেন দেশটির কৃষি, মৎস্য ও পানিসম্পদ মন্ত্রী ড. সৈয়দ বিন হামুদ আল হাবসি। জানাগেছে, টাইটানিয়াম ডাই অক্সাইড ই ১৭১ নামেও পরিচিত। এটি সাধারণত খাবারে সাদা রঙ হিসাবে ব্যবহৃত হয়। তবে রঙ, আবরণ, ফার্মাসিউটিক্যালস, প্রসাধনী এবং এমনকি টুথপেস্টেও এই উপাদান ব্যবহৃত হয়। উপাদানগুলো অত্যন্ত ছোট আকারের কারণে ন্যানোপার্টিকেলগুলি মানব দেহের প্রাকৃতিক প্রতিরক্ষামূলক বাধাগুলো অতিক্রম করতে পারে এবং লিভার, ফুসফুস বা পুরো পাচনতন্ত্রে প্রবেশ করতে পারে। আর তাই মানবদেহের জন্য এটি ক্ষতিকর হওয়ায় এমন আইন জারী করেছে ওমান সরকার।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post