চিত্রনায়িকা পরীমনি এবং শরীফুল রাজের দুষ্টু-মিষ্টি সম্পর্কের কথা সকলেই জানা। তবে বিয়ের এক বছর না যেতেই এই জুটির বিচ্ছেদের ইঙ্গিত পাওয়া গেছে। সোশ্যাল প্ল্যাটফর্ম ফেসবুকে সেই বার্তায় দিয়েছিলেন তিনি। তবে এবার আরও একটি ছবি দিয়ে সেই আগুনে ঘি ঢেলে দিলেন পরীমনি। নতুন বছরের শুরুতে অর্থাৎ পহেলা জানুয়ারি ভোরের দিকে ফেসবুকে ব্যক্তিগত অ্যাকাউন্টে থেকে ছবিসহ একটি পোস্ট করেছেন পরীমনি। সেই ছবিতে দেখা যায়, একটি বালিশ ও বিছানায় রক্তের দাগ। পোস্টে লেখা ছিল, ‘নতুন বছরের শুভেচ্ছা!
পরীমনির এই পোস্টের পরই হইছই পড়ে গেছে মিডিয়া অঙ্গনে। শরিফুল রাজ ও পরীর মধ্যে কি হয়েছে এ নিয়ে নানান কথা চলছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ঢালিউড এই অভিনেত্রীর পোস্টটিতে রিয়্যাক্ট পড়েছে ৩ হাজারে বেশি। অন্যদিকে কমেন্ট পড়েছে ১৭টি ও পোস্টটি শেয়ার হয়েছে শতাধিক।
এর আগে শুক্রবার দিবাগত রাত ১২টা ৪০ মিনিটে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন পরীমনি। যেখানে রাজ ও তার দাম্পত্য জীবনে বিচ্ছেদের ইঙ্গিত পাওয়া গেছে। ওই স্ট্যাটাসে পরীমনি লিখেছিলেন, ‘হ্যাপি থার্টিফার্স্ট এভরিওয়ান! আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে। জীবনে সুস্থ হয়ে বেঁচে থাকার থেকে জরুরী আর কিছুই নেই। ’
স্ট্যাটাসের বিষয়ে জানার জন্য পরীর সঙ্গে যোগাযোগ করা হলে সম্পর্ক ছিন্ন করার কথা গণমাধ্যমে স্বীকার করেন তিনি। তবে এ ব্যাপারে বেশি কথা বলতে চাননি অভিনেত্রী। পরীমনি বলেন, ‘এখনো বিচ্ছেদ হয়নি। তবে আমি সম্পর্ক ছিন্ন করে রাজের বাসা থেকে বেরিয়ে এসেছি। আজ থেকে আমরা আলাদা হয়ে গেলাম। শিগগির বিচ্ছেদের চিঠি পাঠিয়ে দেব। ’
গিয়াস উদ্দিন সেলিমের ‘গুণিন’ সিনেমার শুটিংয়ে পরিচয় ও প্রেম এই তারকা দম্পতির। তারপর গত ২২ জানুয়ারি দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে ১০১ টাকার দেনমোহরে ঘরোয়া আয়োজনে তাদের বিবাহ সম্পন্ন হয়। এরপর ১০ আগস্ট তাদের সংসারে জন্ম নেয় একটি পুত্রসন্তান। তার নাম রাখা হয়েছে শাহীম মুহাম্মদ রাজ্য।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post