ওমানের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে বৈদেশিক বিনিয়োগ বাড়াতে সহজ করা হয়েছে বিদেশি বিনিয়োগ আইন। রবিবার দেশটির বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের অনলাইনে জারি করা একটি বিবৃতিতে বলা হয়েছে: “বৈদেশিক মূলধন বিনিয়োগ আইনের একটি খসড়া তৈরি করা হয়েছে। এর মাধ্যমে ওমানের বৈদেশিক বিনিয়োগ আরও তরান্বিত হবে। এই আইন তৈরিতে প্রয়োজনীয় পদ্ধতি গ্রহণ করা হয়েছে। বিদেশি বিনিয়োগ সহজ করার মাধ্যমে ওমানে বিদেশিদের বিনিয়োগে আকৃষ্ট করা সম্ভব বলেও জানানো হয়েছে।”
আরও পড়ুনঃ ওমানে করোনার পূর্বের সকল রেকর্ড ছাড়ালো আজ
বিবৃতিতে আরও বলা হয়েছে, “এই আইনের লক্ষ্য বিদেশি বিনিয়োগকারীদের কৌশলগত প্রকল্পগুলি অন্তর্ভুক্ত করা। যা জনসাধারণের সাথে সর্ম্পৃক্ত। এছাড়াও দেশটির অবকাঠামোগত কর্মকাণ্ডে উন্নয়ন অর্জনে অবদান রাখবে। বিদেশি বিনিয়োগকারীকে তার বিনিয়োগ প্রকল্পের মূল্যায়ন করা হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।”
আরও দেখুনঃ ওমান প্রবাসীদের এবার মুখ খুললেন হিরো আলম
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post