মালয়েশিয়া কুয়ালালামপুরের পুত্রা ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে অনুষ্টিত তিনদিন ব্যাপী আফ্রিকা এক্সপোতে বেশ সাড়া জাগিয়েছে বাংলাদেশি পণ্য। মেলার তৃতীয় দিনে (শেষ দিন) বাংলাদেশ প্যাভিলিয়নে আমদানিকারক, ব্যবসায়ীসহ সাধারণ দর্শনার্থীরা ভিড় করেন। দর্শনার্থীদের মধ্যে বাংলাদেশিসহ এশিয়ার বিভিন্ন দেশের অনেক প্রবাসীরাও ছিলেন। বাংলাদেশের পাট ও পাটের তৈরি পণ্যের প্রতি অনেকে দর্শনার্থী বিশেষ করে মালয়েশিয়ান ও অফ্রিকান আমদানিকারকদের আগ্রহ ছিলো লক্ষণীয়।
৯ নভেম্বর থেকে শুরু হওয়া তিনদিনব্যাপী এ মেলায় অংশ নেয় বাংলাদেশসহ ২১ টি দেশ। বাংলাদেশ হাইকমিশনের প্রত্যক্ষ তত্ত্বাবধানে, এক্সপোতে বাংলাদেশ প্যাভিলিয়নে প্রাণ ফুড অ্যান্ড বেভারেজ এবং আরবান ব্যাগ পাট ও পাটের তৈরি পণ্য প্রদর্শন করে। পাট ও পাটের তৈরি পণ্য ও প্রাণের দায়িত্বরত কর্মকর্তারা বলেন, প্রথম দিন থেকেই মেলায় ভালো সাড়া পাওয়া যাচ্ছে। তৃতীয় দিনে দর্শনার্থীর ভিড়টা বেশি ছিল। বাংলাদেশি পণ্যের প্রতি আগ্রহ দেখে আমাদেরও উৎসাহও অনেক বেড়ে গেছে।
‘এ মেলায় অংশগ্রহণের মাধ্যমে আফ্রিকার দেশগুলোতে বাংলাদেশের পণ্য রপ্তানির সুযোগ তৈরি করে দিয়েছে’- মেলার শেষ দিন বাংলাদেশ প্যাভিলিয়ন ঘুরে দেখে এমন আশা ব্যক্ত করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার মো. গোলাম সারোয়ার। এছাড়া মেলায় অংশ নেওয়া বিভিন্ন দেশের ব্যবসায়ীদের সঙ্গেও সম্পর্ক গড়ার সুযোগ হয়েছে।
হাইকমিশনার জানান, বিশ্বের দরবারে বাংলাদেশি পণ্য প্রসারের পাশাপাশি বিভিন্ন দেশের ব্যবসায়ীদের সঙ্গে নতুন সম্পর্ক গড়ে তুলতে মালয়েশিয়ায় যত আন্তর্জাতিক ইভেন্ট হবে প্রত্যেক ইভেন্টে বাংলাদেশ অংশ নেবে। হাইকমিশনার বাংলাদেশ প্যাভিলিয়ন ছাড়াও মেলায় অংশ নেয়া বিভিন্ন দেশের প্যাভিলিয়নও ঘুরে দেখেন। এ সময় তার সঙ্গে ছিলেন, ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ খোরশেদ এ খাস্তগীর, কাউন্সেলর (রাজনৈতিক) ফারহানা আহমেদ চৌধূরী, কাউন্সেলর (কন্স্যুলার) জিএম রাসেল রানা, প্রথম সচিব (বাণিজ্যিক) প্রণব কুমার ঘোষ।
আরো পড়ুন:
পাকিস্তানের বন্যায় ক্ষতিগ্রস্তদের অর্থ সহায়তা দিল ওমান
প্রবাসীদের জরিমানা বৃদ্ধি করে দ্বিগুণ করলো
ওমান সহ মধ্যপ্রাচ্যে রমজান শুরুর সম্ভাব্য তারিখ
সিআইপি নির্বাচিত হচ্ছেন ৬৭ প্রবাসী, সংখ্যায় দ্বিতীয়
ক্ষোভ আর অভিমানে হুন্ডিতে ঝুঁকছেন প্রবাসীরা
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post