বৈশ্বিক সুচকে ওমানি পাসপোর্টের অবস্থান বাংলাদেশ থেকে অনেক এগিয়ে। হেনলি পাসপোর্ট ইনডেক্স অনুযায়ী, ২০২২ সালের তৃতীয় ত্রৈমাসিকে ওমান বিশ্বের মধ্যে ৬৮তম স্থানে রয়েছে। এটি সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত এবং বাহরাইনের পরে পাসপোর্ট শক্তিতে পঞ্চম আরব দেশ হিসাবে স্থান পেয়েছে। আর বাংলাদেশ আছে ১০৪ নম্বর অবস্থানে। পাসপোর্টের এই অবস্থান জানান দেয় কি পরিমাণ দেশে যেতে ভিসা ছাড়াই ভ্রমণ করা যাবে। পাসপোর্টের অবস্থান যত উপরের দিকে থাকে ততো বেশি ভিসা ছাড়া বিভিন্ন দেশে প্রবেশের সুযোগ বাড়ে।
এই সুচকের কারণে ওমানের নাগরিকরা ভিসা ছাড়াই ৮১টি দেশে প্রবেশ করতে পারবেন অথবা দেশের বিমানবন্দর ও সীমান্তে আগমনের পর ভিসা উপভোগ করতে পারেন। শীর্ষে রয়েছে জাপান, দ্বিতীয় অবস্থানে সিঙ্গাপুর ও দক্ষিণ কোরিয়া এবং তৃতীয় স্থানে রয়েছে জার্মানি ও স্পেন। তালিকায় বাংলাদেশের অবস্থান ১০৪ নাম্বারে।
অর্থাৎ আগে থেকে ভিসা না নিয়ে বিশ্বের ২২৭টি দেশের মধ্যে ৪১টি জায়গায় যেতে পারেন বাংলাদেশিরা। বাংলাদেশের সঙ্গে একই সারিতে আছে কসোভো এবং লিবিয়া। তালিকায় বাংলাদেশের চেয়ে ৬ ধাপ উপরে আছে শ্রীলঙ্কা। ইউরোপের কোন দেশেই আগে থেকে ভিসা না নিয়ে যেতে পারেন না বাংলাদেশিরা। দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে ওই সূচকে সবচেয়ে উপরে আছে মালদ্বীপ। সেই দেশের বাসিন্দারা ৮৯টি দেশে আগমনী ভিসা পাওয়ার সুযোগ পান। দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে মালদ্বীপের পরে আছে ভারত, ভুটান এবং শ্রীলঙ্কা। নেপাল এবং পাকিস্তান তালিকায় আছে বাংলাদেশে নিচে। ওই তালিকায় সবার নিচে নাম আছে আফগানিস্তানের।
আরো পড়ুন:
পাকিস্তানের বন্যায় ক্ষতিগ্রস্তদের অর্থ সহায়তা দিল ওমান
প্রবাসীদের জরিমানা বৃদ্ধি করে দ্বিগুণ করলো
ওমান সহ মধ্যপ্রাচ্যে রমজান শুরুর সম্ভাব্য তারিখ
সিআইপি নির্বাচিত হচ্ছেন ৬৭ প্রবাসী, সংখ্যায় দ্বিতীয়
ক্ষোভ আর অভিমানে হুন্ডিতে ঝুঁকছেন প্রবাসীরা
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post