ওমান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ওসিসিআই) বোর্ড নির্বাচনে প্রথমবারের মতো প্রবাসীদের জন্য সদস্য দেওয়া হচ্ছে। আগামী ২২ নভেম্বর ওসিসিআই নির্বাচনের মাধ্যমে একজন প্রবাসী বোর্ডের সদস্য হিসেবে নির্বাচিত হবেন। ওসিসিআই-এর ইতিহাসে প্রথমবারের মতো আসন্ন নির্বাচনে নয়জন প্রবাসী তাদের মনোনয়ন জমা দিয়েছেন। টাইমস অব ওমানের এক প্রতিবেদনে বলা হয়, যে নয়জন প্রবাসী এবছর নির্বাচনে অংশগ্রহণ করেছেন তারা হলেন, আহমেদ ইব্রাহিম খালাউসি, আহমেদ সুবহানী, আমির তৌকির মুধ’হার, আহমেদ মোহাম্মদ রিধা মোহাম্মদ আলী, রঘু থানানজিদান, আব্দুল লতিফ মহিদিন, ফালানথারা মোহাম্মদ আব্দুলহাকিম, মোহাম্মদ আহমেদ আল শারকাউয়ি এবং যোগেন্দ্র সিং কাটিয়ার।
নির্বাচনে মনোনয়ন দাখিলকারী বিশিষ্ট প্রার্থীদের মধ্যে আছেন বর্তমান ওসিসিআই চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রেধা বিন জুমা আল সালেহ। যিনি দেশটির ধোফার, আল দাহিরা, মুসান্দাম, আল উস্তা, উত্তর আশ শারকিয়াহ, আল বুরাইমি, দক্ষিণ আল বাতিনাহ এবং দক্ষিণ আশ শারকিয়াহ গভর্নর প্রধান।
বোর্ডে একজন প্রবাসী বিনিয়োগকারী থাকার নতুন আইনকে স্বাগত জানিয়েছেন ওসিসিআই এর অর্থনৈতিক কমিটির গবেষক আহমেদ আল হুতি। তিনি বলেন, ‘ওসিসিআই বোর্ডে একজন প্রবাসী বিনিয়োগকারী থাকা খুবই জরুরি। এটি দেশের প্রবাসী বিনিয়োগকারীদের কাছে একটি শক্তিশালী বার্তা প্রেরণ করে যে, তারা ওমানের ব্যবসায়ী সম্প্রদায়ের অংশ। আমরা প্রবাসী ব্যবসায়ী সম্প্রদায়ের সঙ্গে একত্রে কাজ করতে চাই। আমরা হাতে হাত রেখে হাঁটবো। একজন বিশেষজ্ঞ হিসেবে হুতি বলেন, নতুন অংশগ্রহণকারী এবং নতুন সদস্যদের সঙ্গে এটি একটি নতুন যুগ। আমরা চ্যালেঞ্জ এবং সমস্যার দিকে মনোনিবেশ করতে পারি এবং তাদের সমাধান করতে পারি। আমি শুধু ওসিসিআই নয়, দেশের অর্থনীতির উন্নতিতে সহায়তা করার জন্য সমস্ত ব্যবসায়িক সংস্থার বোর্ডে প্রবাসী বিনিয়োগকারী থাকার পক্ষে।’
ওসিসিআই-এর নতুন উপ-আইন অনুযায়ী, ২০২২-২০২৬ সালের আসন্ন বোর্ড নির্বাচনে শুধু একজন প্রবাসী বিনিয়োগকারীই থাকবেন না, বরং প্রবাসী প্রধান নির্বাহী কর্মকর্তা রয়েছে এমন পাবলিক শেয়ারহোল্ডিং কোম্পানির প্রতিনিধিরাও থাকবেন। পাবলিক শেয়ার হোল্ডিং সংস্থাগুলির জন্য পাঁচটি আসনের জন্য ছয়জন প্রার্থী তাদের মনোনয়ন জমা দিয়েছেন।
এবছর ১১ টি গভর্নরের জন্য মোট ১২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। যার মধ্যে মাস্কাট গভর্নরে পাঁচটি আসনের জন্য মোট ২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। অবশিষ্ট ১০টি গভর্নর ধোফারে ১১ জন করে প্রার্থী নিয়ে একজন করে বোর্ড সদস্য পাঠাবে এবং দক্ষিণ আল শারকিয়াহ এবং উত্তর আল বাটিনাহ গভর্নর থেকে ১০ জন করে সদস্য পাঠাবে। দক্ষিণ আল বাতিনাহ থেকে নয়জন, উত্তর আল শারকিয়াহ, আল বুরাইমি ও আল ধহিরাহ থেকে আটজন করে প্রার্থী, মুসান্দাম থেকে সাতজন এবং আল ধাখিলিয়াহ ও আল উস্তা থেকে ছয়জন করে প্রার্থী রয়েছেন।
ওসিসিআই-এর নতুন উপ-আইন অনুযায়ী, ২০২২-২০২৬ সালের আসন্ন বোর্ড নির্বাচনে শুধু একজন প্রবাসী বিনিয়োগকারীই থাকবেন না, বরং প্রবাসী প্রধান নির্বাহী কর্মকর্তা রয়েছে এমন পাবলিক শেয়ারহোল্ডিং কোম্পানির প্রতিনিধিরাও থাকবেন। পাবলিক শেয়ার হোল্ডিং সংস্থাগুলির জন্য পাঁচটি আসনের জন্য ছয়জন প্রার্থী তাদের মনোনয়ন জমা দিয়েছেন। গত মাসের শুরুর দিকে, মহামান্য সুলতান হাইথাম বিন তারিক একটি রাজকীয় ডিক্রি (৫৬/২০২২) জারি করেছিলেন যা ওসিসিআই-এর উপ-আইন।
নতুন উপ-আইনের অধীনে, ওসিসিআই-এর বোর্ড অফ ডিরেক্টরস মাস্কাট গভর্নর থেকে পাঁচ জন সদস্য, অবশিষ্ট দশটি গভর্নর প্রধান, মাস্কাট স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত পাবলিক শেয়ার হোল্ডিং কোম্পানিগুলির পাঁচ জন প্রতিনিধি বা তাদের প্রধান নির্বাহীদের নিয়ে গঠিত হবে এবং একজন প্রবাসী বিনিয়োগকারী বিনিয়োগকারী রেসিডেন্সি প্রোগ্রাম থেকে উপকৃত হবেন। ওসিসিআই গত সপ্তাহে প্রাথমিক প্রার্থীদের তালিকা ঘোষণা করেছে এবং ৬ থেকে ৮ নভেম্বর এর মধ্যে যে কোনও প্রার্থীর বিরুদ্ধে আপিল শোনার অনুমতি দিয়েছে। আপিল কমিটি তিন কার্যদিবসের মধ্যে আপিল যদি থাকে তবে তা খতিয়ে দেখবে এবং একটি সিদ্ধান্তে পৌঁছাবে।
ওমান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন কমিটি এর আগে ওমান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি নির্বাচনের (২০২২-২০২৬) জন্য নির্বাচনী রেজিস্টারে নিবন্ধিত বেসরকারি খাতের কোম্পানি ও প্রতিষ্ঠানের প্রাথমিক তালিকা ঘোষণা করেছিল, যার সংখ্যা ৭ লাখ ৩০ হাজারেরও বেশি। ওসিসিআইয়ের নির্বাচন কমিটি এবং গভর্নর ওসিসিআই-এর শাখাগুলির কমিটিগুলির তত্ত্বাবধানে নির্বাচন অনুষ্ঠিত হবে।
আরো পড়ুন:
সৌদি থেকে বাংলাদেশে এলো প্রবাসী হারুনের ‘লাশের টুকরো’
প্রায় ২০ লাখ পিস ইয়াবাসহ সৌদিতে বাংলাদেশিসহ গ্রেফতার ৯
১৪ লাখ কর্মী নিবে কানাডা, মিলবে স্থায়ীভাবে থাকার সুযোগ
ইত্যাদি পার্টি, মুসকিল লীগ, গরীব পার্টি ইসির নিবন্ধন চায়
প্রবাসে মারা গেলে সরকারিভাবে মরদেহ আনবেন যেভাবে
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post