ওমান ও বাহরাইনের মধ্যে ১০টি সমঝোতা স্মারক এবং ৭ টি পরিচালনা প্রকল্পের চুক্তি সাক্ষরিত হয়েছে। ২৪ অক্টোবর বাহরাইনের রাজ প্রসাদে ওমানের সুলতান হাইথাম বিন তারিক ও দেশটির রাজা হামাদ বিন ইসা আল খলিফার মধ্যে দ্বিপাক্ষিক আলোচনায় এসব চুক্তি হয়। স্বাক্ষরিত সমঝোতা চুক্তির মধ্যে রয়েছে- দুদেশের বন্দরের শিপিং নিরাপত্তা, উচ্চ শিক্ষা ও গবেষণা, দুদেশের মধ্যে বিনিয়োগ বৃদ্ধি করা ও বাহরাইনে কোম্পানির বিদ্যমান ক্লাউড কম্পিউটিং কেন্দ্রগুলিতে ওমানি নাগরকিদেরকে ডেটার উপর সার্বভৌমত্বের অধিকার প্রদানের ক্ষেত্রে অন্তর্ভুক্ত করা।
এছাড়া, দুদেশের ইতিহাস ঐতিহ্য আর সংস্কৃতি তুলে ধরতে জাদুঘর স্থাপন করা। ছোট এবং মাঝারি উদ্যোক্তা তৈরি করা, মহাকাশ বিজ্ঞান ও প্রযুক্তি স্থাপনসহ এয়ার নেভিগেশনের জন্য নথি ব্যবস্থাপনা ও সংরক্ষণাগার তৈরি করা। তাছাড়া দুদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সৌহাদ্য পূর্ণ সম্পর্কসহ ঐতিহ্য, পর্যটন সুবিধাসহ বিভিন্ন বিষয় অগ্রাধিকার পায় এ আলোচনায়।
এসময়, বাহরাইন সফর উপলক্ষে ওমানের সুলতানকে ‘অর্ডার অফ শেখ ইসা বিন সালমান আল খলিফা’ সম্মাননায় ভূষিত করা হয়। একইসাথে ওমানের পক্ষথেকে বাহরাইনের রাজাকে “ওমান সিভিল অর্ডার-ফার্স্ট ক্লাস” সম্মাননায় সজ্জিত করা হয়। যা ওমানের সর্বোচ্চ সম্মাননা। বাদশাহ হামাদ বিন ইসা আল খলিফার পক্ষ থেকে সুলতানকে একটি তলোয়ার এবং একটি রাইফেল উপহার দেওয়া হয়। সেইসাথে সুলতানও রাজা হামাদের কাছে একটি অতি মূল্যবান ওমানি খঞ্জর উপহার দেন।
আরো পড়ুন:
সম্পদের লোভে নিজের মা’কে মারলেন ওমান প্রবাসী
ওমানে নিখোঁজ ব্যক্তির সন্ধানে ৫ হাজার রিয়াল পুরষ্কার ঘোষণা
ওমানের ইবরিতে গাড়ি দুর্ঘটনায় এক বাংলাদেশি প্রবাসী নিহত
বিমানের ৫ কর্মকর্তাকে গ্রেপ্তার
দালালদের খপ্পরে পড়ে অপহরণের শিকার বাংলাদেশিরা
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post