টুইটারে সৌদি আরব সরকারের সমালোচনা করে পোস্ট করায় সৌদি বংশোদ্ভূত এক মার্কিন নাগরিকের ১৬ বছরের কারাদণ্ড দিয়েছে সৌদি আরব। গত বছর দেশটিতে ফেরার সময় বিমানবন্দরেই তাকে গ্রেফতার করা হয়েছিল। অক্টোবরের ৩ তারিখে তাকে এ সাজা দেয় সৌদি কর্তৃপক্ষ। খবর ওয়াশিংটন পোস্ট।
প্রতিবেদনে বলা হয়, কারাবন্দী আমেরিকান নাগরিকের নাম সাদ ইব্রাহিম আলমাদি। তার কারাদণ্ডের বিষয়ে সৌদি আরবের সঙ্গে আলোচনার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (১৮ অক্টোবর) এই আলোচনা হয়। এ ঘটনায় দুই ঘনিষ্ঠ মিত্র দেশের মধ্যে আবার উত্তেজনা তৈরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
মার্কিন পররাষ্ট্র দফতর সাদ ইব্রাহিম আলমাদির আটকের বিষয়টি নিশ্চিত করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, যুক্তরাষ্ট্র এই ব্যক্তির বিষয়টি সৌদি কর্তৃপক্ষের কাছে উত্থাপন করেছে। আলমাদির ছেলে ইব্রাহিমের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায়, তার বাবা টুইটারে সৌদি সরকারের সমালোচনা করে পোস্ট করেছিলেন। এজন্য তাকে ১৬ বছরের কারাদণ্ড দিয়েছে সৌদি আরব সরকার।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বেদান্ত প্যাটেল সাংবাদিকদের জানান, তারা রিয়াদ এবং ওয়াশিংটন উভয় চ্যানেলের মাধ্যমে সৌদি সরকারের ঊর্ধ্বতন পর্যায়ে কথা বলেছেন। তারা এই মামলার বিষয়ে ধারাবাহিক এবং নিবিড়ভাবে তাদের উদ্বেগের কথা জানিয়েছেন। মত প্রকাশের স্বাধীনতাকে কখনোই অপরাধ হিসেবে বিবেচনা করা উচিত নয় বলে মন্তব্য করেন তিনি।
মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়, আলমাদি ফ্লোরিডার বাসিন্দা। তিনি পরিবারের সদস্যদের সঙ্গে দেখা সৌদি এসেছিলেন। তখন তার ১৪টি টুইটে সৌদি আরব সরকারের সমালোচনা করা হয়েছে, এমন অভিযোগে ২০২১ সালের নভেম্বরে বিমানবন্দরে তাকে আটক করা হয়েছিল।
ইব্রাহিমের বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, ৭২ বছর বয়সী আলমাদিকে ৩ অক্টোবর ১৬ বছরের কারাদণ্ড দিয়েছে সৌদি আরব। কারাদণ্ড ভোগের পর তার ওপর আরও ১৬ বছরের ভ্রমণ নিষেধাজ্ঞাও জারি করা হয়। আলমাদির ছেলে জানিয়েছেন, তার বাবা সৌদি আরবের দুর্নীতি এবং কলামিস্ট জামাল খাসোগির হত্যার সমালোচনা করে টুইট করেছিলেন।
আরো পড়ুন:
বাংলাদেশের উন্নয়নের প্রশংসায় সৌদি মন্ত্রী
আমিরাতে ক্ষুদ্র ব্যবসায় বিনিয়োগে আগ্রহী হচ্ছেন প্রবাসীরা
কুয়েতে বিশ্ব কুরআন প্রতিযোগিতায় ফাইনাল রাউন্ডে নির্বাচিত তিন
পায়ুপথে স্বর্ণ এনে বিমানবন্দরে দুই প্রবাসী গ্রেফতার
ওমান থেকে বিমানের ফ্লাইট বিপর্যয়, ভোগান্তিতে শতাধিক প্রবাসী
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post