বিদেশ যাত্রায় আয়-ব্যয় হিসাব করে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে না পারা বা যথাযথ প্রস্তুতির অভাবে অনেক অভিবাসী কর্মী ঋণ-দাসত্ব বা অন্যান্য আর্থিক ক্ষতির সম্মুখীন হন, আবার অনেকেই দালালের খপ্পরে পড়ে অথবা মানব পাচারকারী চক্রের কবলে পড়ে নিঃস্ব হয়ে যান। তবে এবার প্রবাসে যেতে ইচ্ছুক অভিবাসী কর্মীদের সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করতে এবং অভিবাসনের ক্ষেত্রে প্রতারণা বা ঝুঁকি থেকে সুরক্ষা দিতে চালু হয়েছে ‘সেইফস্টেপ’ মোবাইল অ্যাপ্লিকেশন। এটি ব্যবহার করে একজন ব্যক্তি হাতে-কলমে বিদেশে যাওয়ার খরচ কত হবে, বেতন কত পাবে, ঋণ করে গেলে সুদ সহ কত টাকা পরিশোধ করতে হবে, পুরো খরচ উঠাতে কত সময় লাগবে ইত্যাদি হিসাব করে জেনে-বুঝে বিদেশে যাওয়ার সিদ্ধান্ত নিতে পারবেন।
এছাড়াও বৈধভাবে বিদেশ যেতে কী কী বিষয় লাগবে- তা জানতে পারবেন। গুরুত্বপূর্ণ বিষয় হলো- বিদেশে যাওয়ার সকল প্রয়োজনীয় কাগজপত্র, যেমন- পাসপোর্ট, ভিসা, চাকরির চুক্তিপত্র, কাজের প্রশিক্ষণের সনদ, মেডিক্যাল টেস্ট সার্টিফিকেট- ইত্যাদি ১৪ ধরনের প্রয়োজনীয় কাগজপত্র এই অভিবাসন সম্পর্কিত প্রস্তুতি তালিকা অপশনে আপলোড করে রাখা যাবে। যদি কোন অভিবাসী কর্মী এইসব কাগজপত্র হারিয়ে ফেলেন বা আনডক্যুমেন্টেড হয়ে পড়েন, তিনি এই অ্যাপ থেকে কাগজপত্র ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারবেন।
বিদেশে নারী ও পুরুষ কর্মীদের কী কী ঝুঁকি থাকতে পারে, বিদেশে অভিবাসী কর্মীদের কী কী অধিকার রয়েছে, ইত্যাদিও জানা যাবে এই অ্যাপের মাধ্যমে। বিদেশে গিয়ে বিপদে পরলে জরুরী যোগাযোগের নাম্বারগুলো, যেমন বাংলাদেশের দূতাবাস, শ্রম উইং, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, এবং বিদেশের পুলিশ, ফায়ার সার্ভিস সহ সকল ধরণের জরুরি সেবার হটলাইন নাম্বার এই সহায়তা কেন্দ্র অপশনে দেয়া আছে। অ্যাপটি ব্যবহার করে বেশ উপকৃত হচ্ছেন সাধারণ মানুষ এমনটি জানালেন টাঙ্গাইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মো, রাশেদুল ইসলাম।
একজন অভিবাসী কর্মী সহায়তা কেন্দ্র অপশনে গিয়ে চ্যাট করলেই সহজেই সেসব যোগাযোগের তথ্য পেয়ে যাবেন। এটি ব্যবহার বেশ উপকৃত হয়েছেন এমনটি জানালেন এক যুবক। এটি তৈরিতে সহযোগিতা করেছে গ্লোবাল ফান্ড টু এন্ড মডার্ন স্লেভারি- জিফেম্স এবং বাস্তবায়ন করছে এলেভেইট হংকং হোল্ডিংস লিমিটেড, ডিজিনেক্স সল্যুশনস এবং উইনরক ইন্টারন্যাশনাল।
এই অ্যাপটি একজন অভিবাসী কর্মীর বিদেশে যাওয়ার ক্ষেত্রে ঝুঁকি কমাতে এবং অভিবাসনকে আরো সহজ ও নিরাপদ করতে সহায়ক ভূমিকা রাখবে বলে মনে করেন অভিবাসন বিশেষজ্ঞরা। আমাদের দর্শকদের সুবিধার্থে ভিডিও ডেসক্রিপশনে এই অ্যাপের ডাউনলোড লিংক দেওয়া আছে।
আরো পড়ুন:
দুই মাস বন্ধ থাকার পর ফের চালু হলো ই-পাসপোর্টের কার্যক্রম
বিকাশে সর্বোচ্চ রেমিট্যান্স এনে মোবাইল জিতলেন ৩০ জন
বাংলাদেশে খোলা জায়গায় মলত্যাগের শীর্ষে রংপুর
মালয়েশিয়া যাওয়ার পূর্ণাঙ্গ রূপরেখা জানাল বিএমইটি
দুই রুটে ভাড়া কমানোর ঘোষণা দিলো বিমান
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post