সাদেক রিপন, কুয়েত
কুয়েতের নতুন নির্মাণাধীন বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় সোমবার (২৮ মার্চ) সকালে বিমানবন্দরের দুই নম্বর টার্মিনালে এ ঘটনা ঘটে। স্থানীয় গণমাধ্যম আল রাইয়ে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা গেছে, দাহ্য পদার্থ থেকে টার্মিনালের বেজম্যান্ট ও নিচ তলায় মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। পাঁচ ঘণ্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়।
অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুন নির্বাপণে কাজ করেছেন ফায়ার সার্ভিসের দেড়শো কর্মী। এদিকে আগুনের সূত্রপাত ও কারণ জানতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে জানান কুয়েতের গৃহায়ণ গণপূর্তমন্ত্রী আলী হোসেন আল মুসা।
আরো পড়ুনঃ
কাতারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত
ওমানের সালালায় এক বাংলাদেশী প্রবাসীর আত্মহত্যা!
ভ্যাকসিনের নতুন তালিকা প্রকাশ করলো ওমানের স্বাস্থ্য মন্ত্রণালয়
বাংলাদেশের দ্বিতীয় শ্রম বাজার মধ্যপ্রাচ্যের দেশ ওমান
ওমান যেতে ভিসা লাগবে না কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের
৮ দিন বন্ধ থাকার ফের চালু হলো ই-পাসপোর্টের অনলাইন আবেদন
ওমানে বাড়ছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post