আসন্ন রমজানকে সামনে রেখে ওমানের মাস্কাট প্রদেশের সিব ও আল-আমিরাতে অবস্থিত কসাইখানার জন্য নতুন সময়সূচী ঘোষণা করেছে পৌরকর্তৃপক্ষ। সোমবার (২৮-মার্চ) এক বিবৃতিতে পৌরকর্তৃপক্ষ জানিয়েছে, নতুন কাজের সময়সূচী অনুযায়ী সাধারণ মানুষের জন্য সকাল ৭ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত খোলা থাকবে।
কসাইখানা এবং কোম্পানির জন্য সন্ধ্যা ৬ টা থেকে মধ্যরাত পর্যন্ত খোলা থাকবে। তবে আগামী শুক্রবার অর্থাৎ পহেলা এপ্রিল সিব এবং আমিরাত উভয় কসাইখানা সকাল ১১টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মাস্কাটের কসাইখানার জন্য নতুন সময়সূচী অনুযায়ী কোম্পানির জন্য ভোর ৬টা থেকে সকাল ৮টা পর্যন্ত এবং সাধারণ মানুষের জন্য সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে পৌরকর্তৃপক্ষ।
আরো পড়ুনঃ
কাতারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত
ওমানের সালালায় এক বাংলাদেশী প্রবাসীর আত্মহত্যা!
ভ্যাকসিনের নতুন তালিকা প্রকাশ করলো ওমানের স্বাস্থ্য মন্ত্রণালয়
বাংলাদেশের দ্বিতীয় শ্রম বাজার মধ্যপ্রাচ্যের দেশ ওমান
ওমান যেতে ভিসা লাগবে না কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের
৮ দিন বন্ধ থাকার ফের চালু হলো ই-পাসপোর্টের অনলাইন আবেদন
ওমানে বাড়ছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post