এখন থেকে বাংলাদেশ থেকে ওমান যেতে কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের ভিসা লাগবেনা। ওমানের সঙ্গে কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের ভিসা মওকুফের চুক্তি করেছে বাংলাদেশ। এর মাধ্যমে দুই দেশের মধ্যে দাফতরিক যোগাযোগ ও যাতায়াত সহজ হবে।
বৃহস্পতিবার (২৪ মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পারস্পরিক ভিসা মওকুফের এ সমঝোতা স্মারকটি স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব তরুণ কান্তি শিকদার ও ওমানের পররাষ্ট্র দফতরের আন্ডার সেক্রেটারি শেখ খলিফা আল হার্থি।
এ সময় সৌহার্দপূর্ণ বৈঠকে ব্যবসা-বাণিজ্য, শ্রমবাজার, বিনিয়োগসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান পররাষ্ট্রসচিব। অন্যদিকে বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ ও সুযোগ থাকায় বিনিয়োগে আগ্রহ রয়েছে বলে জানান ওমানের পররাষ্ট্র দফতরের আন্ডার সেক্রেটারি।
এ সময় তারা ব্যবসা-বাণিজ্য, শ্রমবাজার, বিনিয়োগসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। যেখানে বাংলাদেশের ভিশন ২০৪১-এর মতোই ওমানের ২০৪০ সালে একটি লক্ষ্য রয়েছে। সে লক্ষ্যেই ব্যক্তিগত ও ব্যবসায়িক সেক্টরে একসঙ্গে কাজ করতে পারলে দুই দেশই এর সুফল ভোগ করতে পারবে বলে মত তাদের।
পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন বলেন, ‘ফলপ্রসূ আলোচনা হয়েছে। আমরা দুই দেশের মধ্যে বেশি সুযোগ কাজে লাগানোর বিষয়ে আলোচনা করেছি। লেবার ইস্যু নিয়ে আলোচনা করেছি, ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ও সমন্বিত অংশীদারমূলক সম্পর্ক তৈরির বিষয়ে আলোচনা করেছি। আমরা অনেক সুযোগ দেখতে পাচ্ছি। বেসরকারি ও ব্যবসা খাতে সম্ভাবনা রয়েছে দুই দেশের।’
বাংলাদেশের সঙ্গে ওমান বরাবরই দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে কাজ করছে। দীর্ঘদিন ধরে জনশক্তি খাতে ওমানে বাংলাদেশের বড় ভূমিকা রয়েছে। এ খাতে আরও বেশি দক্ষ জনবল নিতে চায় ওমান। এর পাশাপাশি অন্যান্য খাতেও একসঙ্গে কাজ করতে আশাবাদ ব্যক্ত করেন পররাষ্ট্র দফতরের আন্ডার সেক্রেটারি শেখ খলিফা আল হার্থি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post