সম্প্রতি গত কয়েক মাসের তুলনায় বেশ ঊর্ধ্বমুখী রয়েছে ওমানের করোনা পরিস্থিতি। এই সংক্রমণ প্রতিরোধে দেশটির সকল বিমানবন্দরে নতুন নির্দেশনা জারী করা হয়েছে। নতুন নির্দেশিকা অনুযায়ী ওমান ভ্রমণ করতে হলে যে সকল নির্দেশিকা মেনে চলতে হবে যাত্রীদের, তার মধ্যে রয়েছে:
১. ১৮ বছর বা তার বেশি বয়সী সকল ভ্রমণকারীকে বিমানবন্দর প্রবেশ করতে অবশ্যই করোনা ভ্যাকসিন গ্রহণের সনদ দেখাতে হবে।
২. ওমানের এয়ারপোর্টে আসার আগে যাত্রীদের করোনা সনদের কিউআর কোডসহ পরীক্ষার ফলাফল ও টিকার সনদ http://travel.moh.gov.om এই ঠিকানায় নিবন্ধন করতে হবে।
৩. করোনার পিসিআর পরীক্ষার নেগেটিভ সনদ এবং ওমান পৌঁছানোর পরে করোনার পিসিআর পরীক্ষার সনদ যাত্রীদের সাথে রাখতে হবে।
৪. ওমানে আসার পর ট্রাভেল রেজিস্ট্রেশন ফর্ম (টিআরএফ) থেকে ভ্রমণের অনুমতি নিতে হবে যাত্রীদের।
৫. ওমানের অনুমোদিত ভ্যাকসিন Pfizer BioNTech, Oxford Astrazeneca, Covidshield AstraZeneca, Sputnik, Sinovac, Moderna, এবং Sinopharm’র ২ ডোজ বা জনসন অ্যান্ড জনসনের এক ডোজ গ্রহণ করতে হবে। শেষ ডোজটি যাত্রীদের ওমানে আসার অন্তত ১৪ দিন আগে গ্রহণ করতে হবে। তবে যাদের টিকা গ্রহণে হাঁসপাতাল থেকে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, তাদের জন্য এই শর্ত প্রযোজ্য নয়।
৬. ওমানে আসা সকল ভ্রমণকারীকে এক মাসের চিকিৎসার খরচ ও আন্তর্জাতিক স্বাস্থ্য বীমা করতে হবে। তবে ওমানি নাগরিক, জিসিসি নাগরিক ও বিনামূল্যে চিকিৎসা সেবা পাওয়া নাগরিকদের এই নিয়ম মেনে চলতে হবে না।
৭. ওমানে থেকে যাওয়ার সময় ভ্রমণকারীদের বিমানবন্দরে মুখোমুখি যোগাযোগ এড়াতে বিমানবন্দরে পৌঁছানোর আগে যেখানে সম্ভব অনলাইন চেক-ইন করতে হবে। যাত্রীদের যাওয়ার সময়ের কমপক্ষে ৩ ঘন্টা আগে বিমানবন্দরে উপস্থিত থাকতে হবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post