চলমান করোনা মহামারিতে মধ্যপ্রাচ্যের দেশ ওমানে গত ২৪ ঘন্টায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা ২ হাজার ৩০৩ জন এবং মৃতের সংখ্যা ৮ জন। মঙ্গলবার (৮-ফেব্রুয়ারি) ওমান স্বাস্থ্যমন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী দেশটিতে বর্তমানে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩ লাখ ৫৬ হাজার ৯০০ জন।
আজ নতুন ১৫৩২ জন সুস্থ সহ মোট সুস্থ রোগীর সংখ্যা ৩ লাখ ২৯ হাজার ৭৪৭ জন। এখন পর্যন্ত দেশটিতে সর্বমোট মৃতের সংখ্যা ৪ হাজার ১৮৮ জন। আজ দেশটির হাঁসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা ৬৯ জন এবং বর্তমানে সমগ্র ওমানের হাঁসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৪০৯ জন।
যাদের মধ্যে আইসিইউতে ভর্তি আছেন ১০৪ জন। গতকালের তুলনায় আজ নতুন শনাক্ত, মৃত এবং হাঁসপাতালে ভর্তি সবই ঊর্ধ্বমুখী রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে ওমান সুপ্রিম কমিটির দেওয়া সকল স্বাস্থ্যবিধি মেনে চলতে নাগরিক ও প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়। একইসাথে সবাইকে দ্রুত ভ্যাকসিন নিতে অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post