ওমানের দক্ষিণ আশ শারকিয়াহ উপকূল ও ওমান সাগরের উপকূল অঞ্চলে সাগরের ঢেউ প্রায় আড়াই মিটার পর্যন্ত বাড়তে পারে এমন সর্তকতা জারি করেছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। বুধবার (২-ফেব্রুয়ারি) ওমান আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ”আগামী ৪৮ঘন্টার মধ্যে সাগরের পানির উচ্চতা বৃদ্ধি পাবে।
প্রায় ১.২৫ থেকে আড়াই মিটার পর্যন্ত বাড়তে পারে সমুদ্রের ঢেউ। তাই এই অবস্থায় সকল নাগরিক ও প্রবাসীদের সতর্ক থাকতে বলা হয়েছে। বিশেষকরে সাগরে মাছ ধরা নৌযানকে সর্তকতা অবলম্বন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post