ওমিক্রন আতঙ্কের মধ্যেই ভারতে প্রতিদিন করোনার আক্রান্ত বেড়েই চলেছে। সেইসাথে বেড়েছে মৃতের সংখ্যা। দেশটিতে গত ২৪ ঘণ্টায় এই সংখ্যা প্রায় পৌনে তিন লাখে পৌঁছেছে। দৈনিক প্রাণহানিও রয়েছে তিনশোর ওপরেই। এছাড়া করোনা সংক্রমণের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সক্রিয় রোগী ও শনাক্তের হার।
আজ রোববার (১৬ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ২ লাখ ৭১ হাজার ২০২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। যা গতকাল শনিবারের (১৫ জানুয়ারি) তুলনায় ২ হাজার ৩৬৯ জন বেশি।
দেশটিতে মোট সংক্রমণের হার বেড়ে দাঁড়িয়েছে ১৬ দশমিক ২৮ শতাংশ। আর এতেই চিন্তার ভাঁজ পড়েছে চিকিৎসকদের কপালে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩১৪ জন। এই নিয়ে দক্ষিণ এশিয়ার এই দেশটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৮৬ হাজার ৬৬ জনে।
অন্যদিকে ভারতে এখন পর্যন্ত ৭ হাজার ৭৪৩ জনের শরীরে ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত করা হয়েছে। এরইমধ্যে দেশটির ২৮টি রাজ্যে শনাক্ত হয়েছে ওমিক্রনের সংক্রমণ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post