টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (টিআরএ) জানিয়েছে, ওমানে ৫জি ব্যবহারকারী অপারেটররা বিভিন্ন প্রযুক্তিগত সমস্যায় ভুগছে। টিআরএ অনলাইনে জারি করা এক বিবৃতিতে জানিয়েছে, “ওমানে ৫জি নেটওয়ার্ক ব্যবহারকারীরা বিভিন্ন সময় এই নেটওয়ার্কে সমস্যা হচ্ছে এমন অভিযোগ করে যাচ্ছে। বর্তমান পরিস্থিতিতে এই অভিযোগ আরও বৃদ্ধি পেয়েছে। এই সমস্যার দ্রুত সমাধানে ওমান টেলিযোগাযোগ সংস্থা, ওমানটেল ও ওমানি কাতারি কোম্পানি ওরেডো সমন্বিত ভাবে কাজ করে যাচ্ছে। আশা করা হচ্ছে অতিদ্রুত দেশে ৫জি সমস্যা সমাধান হবে।”
আরও পড়ুনঃ ওমানে ভালো নেই প্রবাসী বাংলাদেশিরা
বিবৃতিতে আরও জানানো হয়,‘‘এরই মধ্যে দেশটির টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ৫জি’র সমস্যার উৎস খুঁজে বের করতে সক্ষম হয়েছে। আশা করা যাচ্ছে অতিদ্রুত এই সমস্যা সমাধান করতে পারবে টিআরএ। এই ধরনের অনাকাঙ্ক্ষিত সমস্যার কারণে ৫জি ব্যবহারকারীদের কাছে ক্ষমা চেয়েছে কর্তৃপক্ষ।”
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post