চলমান করোনা মহামারিতে ওমান সহ গোটা বিশ্বজুড়ে দৈনিক শনাক্ত এবং মৃত্যু দুটোই বেড়েছে। মধ্যপ্রাচ্যের দেশ ওমানে গত ২৪ ঘন্টায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা ২৩২ জন। যা গতকালের তুলনায় প্রায় দিগুণ বেড়েছে। মঙ্গলবার (৪-জানুয়ারি) ওমান স্বাস্থ্যমন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী দেশটিতে আজ নতুন সুস্থ রোগীর সংখ্যা ২৭ জন।
বর্তমানে দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩ লাখ ৬ হাজার ২৪০ জন এবং সুস্থ রোগীর সংখ্যা ৩ লাখ ৫৫৯ জন। এখন পর্যন্ত দেশটিতে সর্বমোট মৃতের সংখ্যা ৪ হাজার ১১৭ জন। আজ দেশটির হাঁসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা ৫ জন এবং বর্তমানে সমগ্র ওমানের হাঁসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১৫ জন। যাদের মধ্যে আইসিইউতে ভর্তি আছেন ৫ জন। দেশটিতে আজ নতুন শনাক্ত, হাঁসপাতালে ভর্তি এবং আইসিইউতে ভর্তি সবই ঊর্ধ্বমুখী রয়েছে।
এদিকে মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ ফের দ্রুত বাড়ছে। বিশ্বের কিছু দেশে সংক্রমণের মাত্রা বাড়ায় শনাক্তের সংখ্যাও বাড়ছে দ্রুত। বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২২ লাখ ৭৭ হাজার ৮৯৩ জন। করোনা আক্রান্ত হয়ে এ সময়ে মারা গেছেন ৪ হাজার ৯৬৭ জন। মঙ্গলবার (৪ জানুয়ারি) সকাল সাড়ে আটটায় আন্তর্জাতিক পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।
ওয়ার্ল্ডোমিটারসের সবশেষ তথ্য অনুযায়ী, মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ কোটি ২৮ লাখ ৬৭ হাজার ৪১৩ জনে। আর বিশ্বজুড়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ লাখ ৬৫ হাজার ৫৮৯ জনে। ওয়ার্ল্ডোমিটারসের হিসাব অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ৫ কোটি ৭০ লাখ ৪৮ হাজার ৭৯৪ জন। মারা গেছেন আট লাখ ৪৮ হাজার ৮০৪ জন। আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে শীর্ষ অবস্থানে রয়েছে দেশটি।
আক্রান্তের দিক থেকে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এ পর্যন্ত শনাক্ত হয়েছে ৩ কোটি ৪৯ লাখ ৫৮ হাজার ৭৬৮ জন। তাদের মধ্যে মারা গেছেন ৪ লাখ ৮১ হাজার ৮৯৩ জন। আক্রান্তের তালিকায় তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এ পর্যন্ত আক্রান্ত ২ কোটি ২৩ লাখ ৫ হাজার ৭৮ জন। তাদের মধ্যে মারা গেছেন ৬ লাখ ১৯ হাজার ২৪৫ জন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post