চলমান করোনা মহামারিতে ওমান সহ গোটা বিশ্বজুড়ে দৈনিক শনাক্ত এবং মৃত্যু দুটোই বেড়েছে। মধ্যপ্রাচ্যের দেশ ওমানে আজ নতুন শনাক্ত রোগীর সংখ্যা ১০৪ জন। যা দেশটিতে গত ছয় মাসের সর্বোচ্চ রেকর্ড। গতকালের তুলনায় আজ শনাক্ত এবং মৃত দুটোই বেড়েছে। বুধবার (২৯ ডিসেম্বর) ওমান স্বাস্থ্যমন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী দেশটিতে আজ নতুন মৃতের সংখ্যা ২ জন। গতকালের তুলনায় আক্রান্ত বেড়েছে ২৫ জন এবং হাঁসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়েছে ২ জন।
দেশটিতে বর্তমানে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩ লাখ ৫ হাজার ৩৫৭ জন এবং সুস্থ রোগীর সংখ্যা ৩ লাখ ৩৫৫ জন। এখন পর্যন্ত দেশটিতে সর্বমোট মৃতের সংখ্যা ৪ হাজার ১১৬ জন। বর্তমানে সমগ্র ওমানের হাঁসপাতালে করোনায় চিকিৎসাধীন আছেন ৮ জন রোগী এবং আইসিইউতে আছেন ১ জন। গত ২৪ ঘন্টায় নতুন সুস্থ রোগীর সংখ্যা ১৪ জন। বর্তমানে দেশটির সুস্থতার সূচক নেমে দাঁড়িয়েছে ৯৮.৪ শতাংশে।
এদিকে, করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের তাণ্ডবে গত এক সপ্তাহে সংক্রমণ বেড়েছে ১১ শতাংশ। আর তাই ভ্যারিয়েন্ট অব কনসার্ন হিসেবে চিহ্নিত ওমিক্রন থেকে সামগ্রিকভাবে সংক্রমণের ঝুঁকি এখনও অনেক বেশি। বুধবার (২৯ ডিসেম্বর) বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এই তথ্য সামনে আনে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।
মহামারি সংক্রান্ত সাপ্তাহিক আপডেটে ডব্লিউএইচও জানিয়েছে, দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্তের পর বিশ্বের বহু দেশে দ্রুতগতিতে ছড়িয়ে পড়েছে ভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্ট। এরপরই সেসব দেশে করোনার সংক্রমণে ঊর্ধ্বগতি দেখা দেয়। এমনকি এমন অনেক দেশে ওমিক্রনের সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে যেসব দেশ ইতোমধ্যেই ডেল্টা ভ্যারিয়েন্টকে মোকাবিলা করতে সক্ষম হয়েছে।
বৈশ্বিক স্বাস্থ্য ব্যবস্থার শীর্ষ এই সংস্থাটির ভাষায়, ‘করোনাভাইরাসের ভ্যারিয়েন্ট অব কনসার্ন হিসেবে চিহ্নিত ওমিক্রন থেকে সামগ্রিকভাবে সংক্রমিত হওয়ার ঝুঁকি এখনও অনেক বেশি।’ বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বলা হয়, ‘ক্রমাগত যে প্রমাণগুলো পাওয়া যাচ্ছে, তাতে দেখা যাচ্ছে ডেল্টার তুলনায় ওমিক্রনের ক্ষেত্রে দুই-তিনদিনের মধ্যেই সংক্রমণ দ্বিগুণ আকারে বৃদ্ধি হচ্ছে। একাধিক দেশে করোনা সংক্রমণও দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে। ব্রিটেন ও যুক্তরাষ্ট্রে ইতোমধ্যেই ডমিনেন্ট ভ্যারিয়েন্ট হিসেবে রূপান্তরিত হয়েছে ওমিক্রন।’
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post