ওমানে বাড়ছে করোনা সংক্রমণের সংখ্যা। এরইমধ্যে দেশে করোনা পরিস্থিতি স্বাভাবিক করতে সুপ্রিম কমিটি বেশ কয়েকটি সিদ্ধান্ত জারি করছে। দেশে করোনার সর্বশেষ পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে দেশটির স্বাস্থ্যমন্ত্রী ডাঃ আহমেদ আল সাইদি বলেন,”ওমানে ওমিক্রণে ১৬ জন সংক্রমিত হয়েছে। এছাড়াও ৯০ জন সন্দেহজনক সংক্রমণের শঙ্কায় রয়েছেন।”
তিনি আরো বলেন,”করোনায় আক্রান্ত হয়ে যারা হাসপাতালে ভর্তি হয়েছেন তারা কেউই করোনা ভ্যাকসিন গ্রহণ করেননি। গতকাল যিনি করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন তিনিও ভ্যাকসিন গ্রহণ করেননি।”
করোনার তৃতীয় ডোজের বিষয় বলতে গিয়ে তিনি বলেন,”দেশটিতে করোনার ভ্যাকসিনের তৃতীয় ডোজ বাধ্যতামূলক করার কোন পরিকল্পনা নেই, এটি শুধুমাত্র সুরক্ষা বৃদ্ধির জন্য। দেশেটিতে করোনা টিকা বিনামূল্যে প্রদান করা হয়েছে। দেশটিতে প্রায় ২ লাখ ৩০ হাজার নাগরিক ও বাসিন্দা এখন পর্যন্ত করোনা টিকা গ্রহণ করেছেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post