সারা বিশ্বে করেনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে আক্রান্ত রোগীর রোগীর সংখ্যা দ্বিগুণ হারে বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)। সোমবার ডাব্লিউএইচও’র মতে, “করোনাভাইরাসের নতুন রূপটি কমিউনিটি ট্রান্সমিশনসহ বিভিন্ন দেশের ডেল্টা স্ট্রেনের চেয়ে দ্রুত ছড়িয়ে পড়ছে।
প্রায় দেড় থেকে তিন দিনের মধ্যে এই ডেল্টায় আক্রান্ত রোগীর সংখ্যা দ্বিগুণ হারে বৃদ্ধি পাচ্ছে। গত ১৬ ডিসেম্বর পর্যন্ত সারাবিশ্বে প্রায় ৮৯টি দেশে ওমিক্রন আঘাত হেনেছে। ধারাবাহিকভাবে এই আক্রান্তের পরিমাণ আরো বাড়বে বলে ধারণা করছে ডাব্লিউএইচও।
বর্তমানে নতুন এই ডেল্টার কমিউনিটি ট্রান্সমিশন দ্রুত রোধ করা না গেলে এটি বিশ্বের জন্য আবারও ভয়ংকর হয়ে উঠবে। ওমিক্রনের ক্লিনিকাল তীব্রতা এখনো সীমিত আকারে রয়েছে। তবে এই ভেরিয়্যান্টের টিকা দ্রুত কার্যকর না করা গেলে এটি বিভিন্ন দেশে ছড়িয়ে পরবে।
ডাব্লিউএইচও আরো জানিয়েছে, “যুক্তরাজ্য এবং দক্ষিণ আফ্রিকায় হাসপাতালে ভর্তির রোগীর সংখ্যা দিনদিন বৃদ্ধি পাচ্ছে। এই সংখ্যা দ্রুত বৃদ্ধি পাওয়া ক্রমবর্ধমান কেস সংখ্যার পরিপ্রেক্ষিতে, এটা সম্ভব যে অনেক স্বাস্থ্যসেবা ব্যবস্থা দ্রুত অভিভূত হয়ে যেতে পারে।
ওমিক্রনের জন্য এখন পর্যন্ত সীমিত উপলভ্য ডেটা, এবং এখন পর্যন্ত ভ্যাকসিনের কার্যকারিতা বা কার্যকারিতা সম্পর্কে কোনও সমকক্ষ-পর্যালোচিত প্রমাণ নেই, জাতিসংঘের সংস্থা বলেছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post