চতুর্থ বারের মতো আয়োজন হতে যাচ্ছে ওমানের সবচেয়ে বড় ফুড ফেস্টিভ্যাল। আজ এক বিবৃতিতে দেশটির বার্তা সংস্থা জানিয়েছে, আগামী ২ ডিসেম্বর মাস্কাটের আল মৌজ গলফ ক্লাব লনে শুরু হবে এই ফেস্টিভ্যাল। এবারের আয়োজনে দেশ ও দেশের বাহিরের দর্শনার্থীদের জন্য থাকবে বিশেষ ব্যবস্থা। উৎসবটিকে সফল করতে এরই মধ্যে বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে কর্তৃপক্ষ।
ওমানের হেরিটেজ এবং পর্যটন মন্ত্রণালয়ের পর্যটন বিভাগের পরিচালক সালেহ বিন আলি আল খাইফি জানিয়েছেন, “চতুর্থবারের মতো আবারও ফুড ফেস্টিভ্যালের আয়োজন করতে যাচ্ছে ওমান। আশা করা যাচ্ছে করোনা সতর্কতা মেনে সকল নাগরিক এই উৎসবে যোগ দিবেন।
চলতি ফেস্টিভ্যালে ওমানের সবচেয়ে বিখ্যাত খাবারগুলি প্রদর্শন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবারের ফেস্টিভ্যালে ১৫০টিরও বেশি ওমানি এবং আন্তর্জাতিক শেফ তাদের সুস্বাদু খাবার উপস্থাপন করবে বলে জানিয়েছেন সালেহ বিন আলি আল খাইফি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post