বিশ্বে করোনাভাইরাসে দৈনিক মৃত্যু ও সংক্রমণ দুটোই বেড়েছে আজ। বুধবার (১৭-নভেম্বর) ওমান স্বাস্থ্যমন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী আজ নতুন শনাক্তের সংখ্যা ১২ জন। যা গতকালের তুলনায় তিন গুন বেড়েছে আজ। গত তিন সপ্তাহ যাবত দেশটির সুস্থতার সূচক অবস্থান করছে ৯৮.৫ শতাংশে।
শনাক্ত রোগীর পাশাপাশি আজ বেড়েছে হাঁসপাতালে ভর্তি রোগীর সংখ্যাও। গত ২৪ ঘন্টায় নতুন ভর্তি রোগীর সংখ্যা ৩ জন। বর্তমানে ওমানের সমস্ত হাঁসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন ১৪ জন এবং আইসিইউতে আছেন ৪ জন।
দেশটিতে বর্তমানে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩ লাখ ৪ হাজার ৪৫৩ জন এবং সুস্থ রোগীর সংখ্যা ২ লাখ ৯৯ হাজার ৮৭২ জন। এখন পর্যন্ত সর্বমোট মৃতের সংখ্যা ৪ হাজার ১১৩ জন। আজ নতুন সুস্থ রোগীর সংখ্যা ৮ জন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে করোনায় ৭ হাজার ১১২ জনের মানুষের মৃত্যুর পাশাপাশি আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৮৪ হাজার ৮১২ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ৫১ লাখ ২৯ হাজার ২২৫ জন ও আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ২৫ কোটি ৫০ লাখ ৫৬ হাজার ৫৯৮ জনে।
বুধবার (১৭ নভেম্বর) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে সর্বশেষ এ তথ্য পাওয়া গেছে। আগের ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে ৫ হাজার ৩১৫ জনের মৃত্যু এবং আক্রান্ত হয়েছিল ৪ লাখ ৬ হাজার ২৩৫ জন।
গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। এ সময়ে দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৮৫ হাজার ৮৫৯ জন এবং মারা গেছেন ১ হাজার ২৫০ জন। করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এ দেশটিতে এ পর্যন্ত মোট আক্রান্ত ৪ কোটি ৮১ লাখ ৫৯ হাজার ১৮৮ জন এবং মারা গেছেন ৭ লাখ ৮৬ হাজার ২২৯ জন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post