আগামীকাল ৫১তম জাতীয় দিবস উদযাপন করতে যাচ্ছে ওমান। যদিও করোনা সংক্রমণ রোধে সরকার দেশের বিভিন্ন স্থানে জাতীয় দিবস উপলক্ষে সকল ধরণের অনুষ্ঠান পুরোপুরি নিষিদ্ধ করেছে। তারপরও এই দিনটিকে ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে পালন করার পরিকল্পনা করেছে দেশটির সরকারের।
বুধবার ওমান নিউজ এজেন্সি জানিয়েছে, ৫১ তম জাতীয় দিবস উপলক্ষে হাইতাম বিন তারিককে এরইমধ্যে শুভেচ্ছা বার্তা প্রদান করেছে দেশটির উচ্চপর্যায়ের মন্ত্রীরা। দেশের উন্নয়নে সুলতানের দৃঢ় সংকল্প ও অর্থনৈতিকভাবে দেশের উন্নয়নে বিভিন্ন যুগোপযোগী পরিকল্পনার প্রশংসা করেছে বিশ্বের বিভিন্ন নেতৃবৃন্দ।
ওমানিরা জানিয়েছেন, বর্তমান সুলতান এমন একটি সময় দেশটির ক্ষমতা গ্রহণ করেন যখন ওমান একটি শ্বাসরুদ্ধকর আর্থিক সংকট এবং মৃতপ্রায় অর্থনীতির মধ্যে অবস্থান করছিলো। তার ক্ষমতা গ্রহণের পর গত ২ বছরে তিনি ওমানি রিয়ালকে পতনের হাত থেকে বাঁচিয়েছেন। দেশটির ঋণের একটি বিরাট বোঝা থেকে মুক্ত করেছেন।
সুলতানের পরিবারের জন্য অযৌক্তিক সকল ভোগ বিলাসিতার সুযোগ সুবিধা বন্ধ করে দেন। এ ছাড়াও তিনি সকল সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জবাবদিহিতার আওতায় নিয়ে আসেন। সেইসাথে সমস্ত রাষ্ট্রীয় কর্মকর্তাদের অনেক সুযোগ-সুবিধা বাতিল করেন।
রাষ্ট্রীয় খরচ কমাতে তিনি অনেক সরকারী এবং সামরিক ইউনিট একত্রিত করে দেশটির বিপুল পরিমাণ সরকারি অর্থ বাঁচিয়েছেন। এ ছাড়াও ওমানে প্রবাসীদের বিনিয়োগে আকৃষ্ট করতে বিনিয়োগকারীদের বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করেন। এদিকে, জাতীয় দিবস উদযাপন উপলক্ষে দেশটির সকল ধরণের অনুষ্ঠান নিষিদ্ধ ঘোষণা করেছে দেশটির উন্নয়ন মন্ত্রণালয়।
মন্ত্রণালয় জানিয়েছে, “বর্তমানে ওমানে করোনা পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। কিন্তু এই ভাইরাসের সংক্রমণ যেকোনো সময় বেড়ে যেতে পারে। তাই ভাইরাস প্রতিরোধে জাতীয় দিবস উদযাপন নিষিদ্ধ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। দেশের সকল নাগরিকদের সুপ্রিম কমিটির দেওয়া সকল স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব সঠিকভাবে মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়াও জাতীয় দিবস উপলক্ষে ২০০ কারাবন্দীকে বিশেষ ক্ষমা ঘোষণা করেছেন দেশটির মহামান্য সুলতান হাইতাম বিন তারিখ। ওমান নিউজ এজেন্সি (ওএনএ) জানিয়েছে, “৫১তম জাতীয় দিবস উপলক্ষে ২০০ কারাবন্দীকে বিশেষ ক্ষমা প্রকাশ করা হয়েছে। যাদের মধ্যে ২৫২ জন ওমানি নাগরিক ও ৮৪ জন প্রবাসী।”
আগামীকাল জাতীয় দিবস উপলক্ষে সামরিক প্যারেডের আয়োজন করেছে দেশটির সরকার। এই অনুষ্ঠান উপলক্ষে সকাল ৮ টা থেকে রাত ৮টা পর্যন্ত আল বারাকা প্যালেসের গোলচত্বর থেকে সামরিক প্যারেড স্কোয়ারের দুই পাশে যানবাহন না রাখার নির্দেশ দিয়েছে রয়্যাল ওমান পুলিশ (আরওপি)।
আজ এক বিবৃতিতে আরওপি জানিয়েছে, “আগামীকাল আল বারাকা প্যালেসের গোলচত্বর থেকে সামরিক প্যারেড স্কোয়ারের উভয় পাশে যানবাহন রাখা যাবে না। দেশটির সকল নাগরিকদের নতুন এই নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়।”
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post