ওমানে করোনার সর্বশেষ পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেছে দেশটির সুপ্রিম কমিটি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দেশটির স্বাস্থ্য মন্ত্রী ডঃ মোহাম্মদ আল সাইদি, স্বাস্থ্য মন্ত্রণালয়ের রোগ ও সংক্রমণ নিয়ন্ত্রণ বিভাগের পরামর্শক ডাঃ আমাল বিনতে সাইফ আল মানি, মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আল কিন্দি, রয়্যাল ওমান পুলিশ এবং আইন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা।
সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “দেশে করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। করোনায় সংক্রমণ ও মৃত্যুর সংখ্যাও কমেছে। এছাড়াও করোনা নিয়ন্ত্রণে শুরু হয়েছে ফাইজার-বায়োনটেক ভ্যাকসিনের তৃতীয় ডোজ ও বুস্টার ডোজ।
তবে ভ্যাকসিনের তৃতীয় ডোজ আর ‘বুস্টার’ ডোজ এক নয়। তৃতীয় ডোজ শুধুমাত্র সেসকল রোগীরা গ্রহণ করতে পারবেন যারা ক্যান্সারে আক্রান্ত, বোনমেরু ট্রান্সফার রোগী, এইচআইভি রোগী এবং যারা ইমিউনোসপ্রেসিভ ড্রাগ গ্রহণ করছেন। আশা করা যাচ্ছে ওমান খুব দ্রুত করোনা নিয়ন্ত্রণ করতে সক্ষম হবে।”
ডঃ আল সাইদি আরো বলেন, “দুর্ভাগ্যবশত মসজিদ ও দেশের বিভিন্ন উপাসনালয়ে অংশগ্রহণকারী নাগরিকরা স্বাস্থ্যসর্তকতা মেনে চলছে না। এছাড়াও বিভিন্ন অনুষ্ঠানে আলিঙ্গন ও করমর্দন করছে নাগরিকরা। এই ধরণের কাজ থেকে আমাদের বিরত থাকা উচিত। কারণ দেশে করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে থাকলেও এই সংক্রমণ যে কোনো সময় বেড়ে যেতে পারে। তাই সকল নাগরিকদের সুপ্রিম কমিটির দেওয়া স্বাস্থ্যসর্তকতা সঠিকভাবে মেনে চলতে হবে।”
এদিকে, ডাঃ আমাল বিনতে সাইফ বলেন, “বর্তমানে দেশে ইনফুয়েঞ্জার জ্বরটি অনেক বেশি লক্ষ করা যাচ্ছে। এই সংখ্যা বেড়ে যাওয়াও আমাদের কাছে সমস্যা।” তিনি আরো বলেন, “উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি) দেশগুলোতে চলাচলের জন্য ‘স্বাস্থ্য পাসপোর্ট’ নিয়ে এখনো কোন নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি দেশগুলো। করোনা ভাইরাসের নতুন ডেল্টা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। তবে দেশে নতুন করে লকডাউনের চিন্তা করছে না সরকার।”
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post