ওমানে আগামী বছরের জন্য সরকারী ও বেসরকারি খাতে প্রায় ৩৫ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশটির শ্রম মন্ত্রণালয়। আগামী বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বরের মধ্যে এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার কথা জানিয়েছে মন্ত্রণালয়।
এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, “আগামী বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বরের মধ্যে দেশটির সরকারী ও বেসরকারি খাতে প্রায় ৩৪ হাজার ৩৪৪ টি শূণ্যপদে নতুন কর্মী নিয়োগ দেওয়া হবে। যার মধ্যে প্রশাসনিক খাতে ১৯ হাজার ৫৩৫ জন,
দেশটির বিভিন্ন সরকারী খাতে ৬ হাজার ৪৪৬ জন এবং বেসরকারি খাতে ৮ হাজার ৫৬২ জন নতুন কর্মী নিয়োগ দেওয়ার পরিকল্পনা নিয়েছে মন্ত্রণালয়। এদিকে, ধোফারের ইউনিভার্সিটি অফ টেকনোলজি অ্যান্ড অ্যাপ্লাইড সায়েন্সের ৩৭টি শূন্য পদে চাকরীর পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। দেশটির শ্রম মন্ত্রণালয়ের তত্ববধানে এই পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post