প্রায় দেড়-মাস যাবত কমতে শুরু করেছিলো ওমানের করোনার নতুন সংক্রমণ। দিনদিন নিম্নমুখী হচ্ছিলো সংক্রমণ এবং বাড়ছিলো সুস্থ রোগীর সংখ্যাও। কিন্তু হঠাত আজ দেশটিতে করোনায় নতুন সংক্রমণ ঊর্ধ্বমুখী রয়েছে। বৃহস্পতিবার (২৮-অক্টোবর) ওমান স্বাস্থ্যমন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী আজ নতুন শনাক্ত রোগীর সংখ্যা ২২ জন। যা গতকালের তুলনায় ৮ জন বেশি।
গত এক সপ্তাহ যাবত দেশটির সুস্থতার সূচক অবস্থান করছে ৯৮.৫ শতাংশে। ইতিমধ্যেই দেশটির অধিকাংশ হাঁসপাতাল করোনা রোগী মুক্ত ঘোষণা করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। গতকালের তুলনায় আজ হাঁসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যাও বেড়েছে।
মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী আজ নতুন সুস্থ রোগীর সংখ্যা ১১ জন। গত ২৪ ঘন্টায় সমগ্র ওমানের হাঁসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা মাত্র ২ জন। বর্তমানে আইসিইউতে মোট ভর্তি রোগীর সংখ্যা ৩ জন এবং হাঁসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন সর্বমোট ৯ জন।
বর্তমানে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩ লাখ ৪ হাজার ২৪১ জন এবং সুস্থ রোগীর সংখ্যা ২ লাখ ৯৯ হাজার ৫৮০ জন। আজ করোনায় কোনো মৃতের সংবাদ নেই দেশটিতে। তবে এখন পর্যন্ত সর্বমোট মৃতের সংখ্যা ৪ হাজার ১১১ জন।
এদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় মৃত্যু ও সংক্রমণ বেড়েছে। এ সময়ে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও নয় হাজার ৫৭৬ জন, যা আগের দিনের তুলনায় দুই হাজার ১০১ জন বেশি। এ নিয়ে মোট মৃত্যু বেড়ে দাঁড়ালো ৪৯ লাখ ৮৭ হাজার ৭৬৭ জনে।
একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন আরও পাঁচ লাখ ১২ হাজার ৩৮২ জন, যা আগের দিনের তুলনায় ৮৮ হাজার ৫৪৫ জন বেশি। এ নিয়ে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে মোট আক্রান্ত বেড়ে ২৪ কোটি ৫৭ লাখ ৬৮ হাজার ৬৮৬ জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকালে বিশ্বজুড়ে করোনার প্রতি মুহূর্তের আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post