শরিফুল ইসলাম, ওমান
বর্তমান সময়ে ওমানের টক অব দ্যা কান্ট্রি “নিজ ভাইয়ের হাতে দুইবোন খুন”। এমন নৃশংস ঘটনা এমনই একটি দেশে ঘটলো, যা দেশটির ইতিহাসে একটি বিরল ঘটনা। যে দেশে সাধারণত কাউকে অপমান করলেই শাস্তির মুখোমুখি হতে হয়, সেইদেশেই আপন ভাইয়ের হাতে দুই বোন খুন।
তা-ও আবার ১৫ বছর বয়সী ভাইয়ের হাতে এমন খুনের ঘটনা নিয়ে এখন চলছে গোটা দেশে তোলপাড়। এমন হৃদয়বিদারক ঘটনা ঘটেছে মধ্যপ্রাচ্যের অন্যতম শান্তিপ্রিয় দেশ ওমানে।
জানাগেছে, মোবাইলে গেমস খেলার হার জিতকে কেন্দ্র করে আপন ভাইয়ের হাতে দুই বোন খুন হয়। নিহত দুই বোনের মধ্যে একজনের বয়স ৭ বছর এবং অপরজনের বয়স ১০ বছর। স্থানীয় সূত্রে জানাগেছে, বুধবার (২৭-অক্টোবর) মুসান্দাম প্রদেশের খাসাব অঞ্চলের সিক্কাতুস সুক্ব নামক স্থানে নৃশংস এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। যা ওমানের ইতিহাসে একটি বিরল ঘটনা বলে স্বীকার করেছেন স্থানীয় ওমানিরা।
জানাগেছে, গেমস খেলতে গিয়ে বাচ্চাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ঝগড়া শুরু হয়। পরবর্তীতে ঝগড়ার এক পর্যায়ে চাকু নিয়ে নিজের দুই বোনকে হত্যা করে ১৫ বছর বয়সী তাদেরই আপন ভাই। দুইবোনকে হত্যার বিষয়টি যখন তার মা জানতে পারে, তখন ছেলেটি তার মাকেও ছুরিকাঘাত করে।
তবে মা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে নিজেকে নিরাপদ করতে পারলেও ঘটনাস্থলেই মারা যান তার দুই মেয়ে। মা বর্তমানে আইসিইউতে আছেন। তাদের বাবা একজন শিক্ষক বলে জানাগেছে। দুই মেয়েকে নিজেরই ছেলের হতে খুন হতে দেখে মা বাবা উভয়ে এখন পাগলপ্রায়। পুরো বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব সহকারে দেখছেন দেশটির রয়্যাল ওমান পুলিশ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post