পাকস্থলীতে করে প্রায় দুই হাজার ইয়াবা পাচারের সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্বপন মিয়া নামে এক যুবককে আটক করে বিমানবন্দরের আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক বলেন, বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের সামনে ঘোরাফেরা করছিলো স্বপন মিয়া।
তাঁর উদ্দেশ্যবিহীন এ গতিবিধি দেখে সন্দেহ হয় বিমানবন্দরের আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যদের। এরপর তাঁকে আটক করে তাঁর পেট থেকে ইয়াবা উদ্ধার করা হয়।
সোমবার (১৮-অক্টোবর) রাত আটটার দিকের ঘটনা এটি। স্বপন মিয়ার গ্রামের বাড়ি কুমিল্লার দেবীদ্বারে। এপিবিএনের সদস্যরা জানান,
গতকাল রাত আটটার দিকে অভ্যন্তরীণ টার্মিনালের সামনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন স্বপন মিয়া। এ সময় তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।
প্রথমে তিনি বিভ্রান্তিকর তথ্য দিচ্ছিলেন। একটু পর তিনি স্বীকার করেন যে তাঁর পাকস্থলীতে ইয়াবা আছে।
এসব তথ্য পাওয়ার পর স্বপন মিয়াকে নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়। সেখানে এক্স–রে করে দেখা যায়, তাঁর পাকস্থলীতে ইয়াবা।
পরে স্বপন মিয়া পায়ুপথের মাধ্যমে একে একে ইয়াবার ৪০টি ক্যাপসুল বের করে দেন। এ ক্যাপসুলগুলো থেকে ১ হাজার ৯৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
স্বপন মিয়ার গ্রামের বাড়ি কুমিল্লার দেবীদ্বারে। তাঁর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিমানবন্দর থানায় মামলা করেছে বিমানবন্দর আর্মড পুলিশ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post