ওমানে মহামারী করোনার ভয়াল থাবায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। দেশটিতে গত ২৪ঘন্টায় পূর্বের সকল রেকর্ড ভঙ্গ করে ২৯৮ জন নতুন আক্রান্তের রেকর্ড করেছে। আজ বুধবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য দেওয়া হয়। এতে বলা হয়, ওমানে গত ২৪ ঘণ্টায় নতুন ২৯৮ জন আক্রান্ত হয়েছে। যাদের মধ্যে ২০৯ জনই প্রবাসী এবং ৮৯জন ওমানি নাগরিক। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৪০১৯, সুস্থ ১২৮৯ এবং মৃত্যু ১৭জন।
ইতিমধ্যেই করোনাভাইরাস মোকাবেলায় ওমান সরকার আরও নানা কঠোর পদক্ষেপ হাতে নিয়েছে। ভাইরাস সংক্রামণ রোধে মাস্কাটের শপিং সেন্টারে প্রবেশের সময় মাস্ক পড়া বাধ্যতামূলক করেছে মাস্কাট কর্তৃপক্ষ। একই সাথে ক্রেতারা শপিংমলের ভিতরে প্রবেশের সময় শরীরের তাপ স্ক্রিনিং করে প্রবেশ করার নির্দেশ দেওয়া হয়েছে। মাস্কাট কর্তৃপক্ষ জানিয়েছে, যদি কোনো ব্যক্তির দেহের তাপমাত্রা ৩৭.৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি হয় তবে তাদের মল এবং শপিং সেন্টারে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। একই সাথে শপিং সেন্টারে কোনো শিশুদের প্রবেশের অনুমতি দেওয়া হবে না। এই সিদ্ধান্তগুলি মাস্কাট কর্তৃপক্ষের ঘোষিত ১৫ টি স্বাস্থ্য সুরক্ষাবিধিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
আরও পড়ুনঃ ওমান প্রবাসীরা প্রতিযোগিতায় অংশে নিয়ে জিতে নিন লক্ষাধিক টাকার পুরস্কার!
মল এবং শপিং সেন্টার সকল গাড়ি ও ট্রলি ব্যবহারের আগে ও পরে স্যানিটাইজ করতে হবে। মলে পর্যাপ্ত বায়ু চলাচল নিশ্চিত করতে হবে। এছাড়াও মলে ক্রেতাদের ন্যূনতম ২ মিটার দূরত্বের সাথে অর্থাৎ সামাজিক দূরত্ব মেনে চলতে হবে। মলে কর্মরত কর্মীদের অবশ্যই প্রতিরক্ষামূলক সরঞ্জাম দিতে হবে এবং সুপ্রিম কমিটির অনুমোদিত নয় এমন কোনও ব্যবসা পরিচালনা করা যাবে না। যদি এই সিদ্ধান্তগুলি অনুসরণ না করা হয়, তবে তিন দিনের জন্য দোকান বন্ধ রাখার পাশাপাশি ৫০০ ওমানি রিয়াল জরিমানা কা হবে। একই ভুল যদি দুই মাসের মধ্যে আবার করে তাহলে দশদিনের জন্য দোকান বন্ধসহ দুই হাজার ওমানি রিয়াল জরিমানা করার নির্দেশ প্রদান করা হয়েছে।
https://www.youtube.com/watch?v=_C6JICciFPM
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post